ইসরায়েলে সামরিক বিমান পাঠিয়ে সেখানে বসবাসকারী ফরাসি নাগরিকদের সরানোর পরিকল্পনা করেছে ফ্রান্স। ফ্রান্স জানিয়েছে, আপাতত ইসরায়েল থেকে সরিয়ে তাদের সাইপ্রাসে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছে। কিন্তু ইসরায়েলের সরকারকে এই পরিকল্পনা অনুমোদন করতে হবে।
রোববারেও জর্ডান থেকে ১৬০ জন ফরাসি নাগরিককে উদ্ধার করে দেশে নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যক্তিরা ইসরায়েল থেকে জর্ডানে চলে এসেছিলেন। সোম এবং মঙ্গলবারও একইভাবে দেশের নাগরিকদের উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
সমস্যা হলো, ইসরায়েল দেশের আকাশপথ বন্ধ করে রেখেছে। ফলে ইসরায়েল অনুমতি না দিলে সেখানে বিমান নামানো সম্ভব হবে না।
উল্লেখ্য, রোববারই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ একটি নিরাপত্তা বৈঠক করেছেন। সেখানেই এই পরিকল্পনা করা হয়েছে। ফরাসি নাগরিকদের আপাতত ইসারেল যেতে নিষেধও করা হয়েছে। ডিডাব্লিউ