মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর “ইরান কর্তৃক গৃহীত প্রতিশোধমূলক পদক্ষেপ” নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। দামেস্কে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান শনিবার গভীর রাতে ইসরায়েলে কয়েকশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের হামলার বিষয়ে প্রথম প্রকাশ্যে প্রচারিত মন্তব্যে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতার মূল কারণ ইসরায়েল-ফিলিস্তিনের অব্যাহত সংঘাত। এ বিষয়ে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে রাশিয়ার অবস্থান জানিয়েছেন তিনি।
রাইসি ইসরায়েলের প্রতি ইরানের প্রতিক্রিয়ার ব্যাপারে তার অবস্থানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এবং কিছু পশ্চিমা দেশের ধ্বংসাত্মক ভূমিকা ইরানকে সাম্প্রতিক অপারেশন চালাতে বাধ্য করেছে। রাইসি পুনর্ব্যক্ত করেছেন যে ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপের জন্য বৃহত্তর আকারের প্রতিক্রিয়ার প্রয়োজন হতে পাের।
ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন সব পক্ষকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যা একটি নতুন সংঘর্ষের সূত্রপাত করবে, যাতে মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ঘটাবে। সুত্র: আল জাজিরা ও মস্কো টাইম