মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট প্রদেশের উইন্ডসোর থেকে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভ’-এর সদস্য নির্বাচিত হয়েছেন মারিয়াম খান। ইতিহাস সৃষ্টি করলেন আমেরিকান মুসলিম নারী।
১ মার্চ অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে উইন্ডসোর ও হার্টফোর্ড থেকে নির্বাচিত হন মারিয়াম। অবশ্য সাধারণ পরিষদের মুসলিম সদস্য হিসেবে মারিয়াম খান দ্বিতীয়। তার আগে দক্ষিণ উইন্ডসোর থেকে ডা: সাউদ আনোয়ার সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হন।’ নির্বাচনে জয় লাভের পর এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘উইন্ডসোর ও হার্টফোর্ডকে ধন্যবাদ আমাকে বিশ্বাস করায়। এই বিজয় আমাদের।’
👉আপনার ব্যবসা বা কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট তৈরির জন্য আপনার পাশে সবসময় আছে ‘ভার্সডসফট’।
মারিয়াম খান এর আগে ২০১৭ সালে উইন্ডসোর বোর্ড অব এডুকেশনের সদস্য নির্বাচিত হন। একই পদে ২০২১ সালে পুনরায় নির্বাচিত হন। এ ছাড়া তার মসজিদের তরুণ নারীদের জন্য ‘মেন্টর’ হিসেবে কাজ করেন।
বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্রেট প্রার্থী মারিয়াম খান প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী ডাব্লিউ জেকসনসহ অন্যদের পরাজিত করেছেন। তিনি সেন্ট্রাল কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে ‘বিশেষ শিক্ষা’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মারিয়াম খানের পরিবার ১৯৯৪ সালে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। –সিটিইনসাইডার ডট কম