আ. লীগ নিষিদ্ধ ও নারী সংস্কার কমিশন বাতিল-সহ হেফাজতের ১২ দফা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নারী সংস্কার কমিশন বাতিল-সহ ১২ দফা দাবি ঘোষণা করেছে।

শনিবার (৩ মে ২০২৫) অনুষ্ঠিত বিশাল সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে ওই দাবিগুলো জানানো হয়। সমাবেশে ১২ দফা সম্বলিত ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

ঘোষণাপত্রে নারী সংস্কার কমিশন বাতিল এবং আলেম ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং বহুত্ববাদ পরিহার, শাপলা ও জুলাই মাসের গণহত্যার বিচার ও দ্রুত ট্রাইব্যুনাল গঠন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ ঘোষণা, চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হাতে নিহত আইনজীবী সাইফুল হত্যার বিচার, শেখ হাসিনার আমলে করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও গুম-খুনের বিচার, গাজায় হামলা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টকরণ, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, মিয়ানমারের জন্য মানবিক করিডর প্রকল্প থেকে সরে আসা, পার্বত্য অঞ্চলে বিদেশী কার্যক্রম বন্ধ এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা।

এছাড়া নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩ মাসে বিভাগীয় সম্মেলন আয়োজন এবং আগামী ২৩ মে চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *