হযরত হাফেজ্জী হুজুরের (র.) ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এক শোকবাণীতে আমীরে জামায়াত বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর, কারওয়ান বাজার আম্বর শাহী জামে মসজিদের প্রধান খতীব, হযরত হাফেজ্জী হুজুরের (র.) ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের (সাবেক) ভারপ্রাপ্ত সভাপতি এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ছিলেন। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে আমীরে জামায়াত আরও বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, শায়েখ আতাউল্লাহ হাফেজ্জী (৭৬) শুক্রবার বেলা ১১টার পর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে। তাঁরা চার ভাই। বড় ভাই আহমদুল্লাহ আশরাফ, মেজ ভাই ওবায়দুল্লাহ ও সেজ ভাই হামিদউল্লাহ আগেই ইন্তেকাল করেছেন।