আরআরআর’ ও ‘কেজিএফ টু’-কে নিয়ে নওয়াজের তির্যক মন্তব্য

ফিচার বিনোদন
শেয়ার করুন

একের পর এক দক্ষিণী ছবির জয়জয়কার ভারতীয় সিনেমার বাজার। আর ঠিক এসমেয়ই সুপারহিট সিনেমা ‘আরআরআর’ ও ‘কেজিএফ’ নিয়ে উপহাস করলেন বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। জনপ্রিয় এই অভিনেতা তির্যক মন্তব্য করেন বলেছেন, ‘ভেবেছিলাম লকডাউনে বিশ্ব সিনেমা দেখার পর মানুষের স্বাদ বদলেছে!’

তিনি জানান, দক্ষিণী ছবিগুলি শুধু বিস্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। শুধু তাই নয়, এগুলো নাকি শুধু ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স বলেও মত দেন তিনি। নওয়াজের প্রশ্ন, ‘আসল সিনেমা কোথায়?’ নওয়াজ এটাও জানান, এই বিগ বাজেটের ছবিগুলোর সাফল্য দেখলেই তার মনে সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন জাগে পাশাপাশি তিনি ওটিটিকে ধন্যবাদ জানান, ভালো ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে- তাতে মনে হচ্ছে স্কিল গেছে তেল আনতে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই ছবি হিট হবে।’

তিনি আরও বলেন, এখন কম বাজেট, মাঝারি বাজেটের ছবি হলে মুক্তি পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র বড় বাজেটের ছবি হলে মুক্তি পাচ্ছে। তার কথায়, ‘এই সমস্ত সিনেমা দেখেই সবাই অবাক হচ্ছে। প্লেন পানিতে চলছে, মাছ আকাশে উড়ছে। এগুলো হল ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো ওটিটির কারণে ‘কোডা’ ও ‘কিং রিচার্ড’-এর মতো আমরা এখনও কিছু ভালো ছবি দেখতে পারছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *