শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শাকসু নির্বাচন পুনর্বহালের ঘোষণা দিতে বাধ্য হয়েছে কমিশন

ক্যাম্পাস বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না বলে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভ মিছিল বের হলে উত্তপ্ত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

৫ তারিখের এই নোটিস ১২ তারিখে প্রকাশিত হলে সাথে সাথে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের মিছিল-স্লোগানে উত্তাল পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির বিশেষ তৎপরতায় কর্তৃপক্ষের তরফ থেকে একটা সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

ভিডিও নিউজ https://www.facebook.com/reel/3173283599530914

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচনের বিষয়ে চলমান অস্থিরতা নিয়ে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ সকল নির্বাচন কমিশনার বৃন্দের সমন্বয়ে ফুল কমিশন সভায় আলোচনায় মিলিত হোন।

প্রধান নির্বাচন কমিশন অফিসে অনুষ্ঠিত এ সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচন অনুষ্টানের আশ্বাস পাওয়া গেছে। সভায় শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ https://www.facebook.com/reel/918369327520874

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *