অনুবাদ:মাসুম খলিলী
এক. ভালো কাজ এবং দয়া। আপনি যেখানেই যান এটি ছড়িয়ে দিন। অন্য কিছু করার জন্য জীবনটা খুবই ছোট।
দুই. আমরা সবাই সুখ চাই। তাই যখন আশীর্বাদ পাবেন তখন কৃতজ্ঞ হন। পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় ধৈর্য ধরুন। তওবা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। এগুলো ধারাবাহিকভাবে করুন। এরপর আপনার জীবনে পরিবর্তন দেখুন। মনে রাখবেন সর্বশক্তিমান আপনার জন্য যা নির্ধারণ করেছেন, কেউ তা থামাতে পারবে না। আপনার জন্য যা কিছু বরাদ্দ হয়েছে তা আপনারই হবে। এটা নিয়ে বেশি চিন্তার দরকার নেই। এটি আপনার কাছে আসবেই। নীতিতে অটল থাকুন।
পূনশ্চঃ
এক. ভাল অথবা খারাপ. আপনি যা করেন সবকিছু আপনার কাছে ফিরে আসে। আপনি বিশ্বে যা রাখছেন বা প্রকাশ করেছেন তার প্রতিফলন আপনি। যদি ক্রমাগতভাবে আপনি লোকেদের ব্যবহার এবং অপব্যবহার করেন তবে অবশেষে আপনি ব্যবহার এবং অপব্যবহারের শিকার হবেন। আপনি যদি আপনার জীবনকে ভাল কাজের জন্য উত্সর্গ করেন তবে আপনি পুরস্কৃত হবেন। ইতিবাচক, দয়ালু এবং সহানুভূতিশীল হন।
দুই. বাস্তবে করার চেয়ে কোন কিছু সম্পর্কে বলা সহজ। তারা যা বলে তা গুরুত্বপূর্ণ, কিন্তু তারা কী করে সেটি দেখুন, কারণ এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। দিনের শেষে, তারা আপনার সাথে কীভাবে আচরণ করে সেটিই তার উত্তর, তারা যা বলে তা নয়। কথার মধ্যে যখন কোন প্রচেষ্টা থাকে না তখন এই বলার সামান্যই মূল্য থাকে।
তিন. আপনার জীবন যাত্রায় যে অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন তার প্রতি কখনই অভিসম্পাত করবেন না। আপনাকে পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য এর প্রতিটি বিষয় একেবারে প্রয়োজনীয় ছিল। এটিকে আলিঙ্গন করুন এবং ইতিবাচকভাবে এটি ব্যবহার করুন; অন্যদের সাথে এটি শেয়ার করুন যাতে তারা আপনার অভিজ্ঞতা থেকেও শিখতে পারে।
চার. লোকেরা যখন আপনার সম্পর্কে গসিপ, ব্যাকবাইট বা গুজব ছড়িয়ে দেয় তখন কৃতজ্ঞ হন। আপনার কাছে এমন কিছু আছে যা তারা চান। জেনে রাখুন যে, সর্বশক্তিমান তাদের অসৎকর্মের ফয়সালা করবেন। এ কাজের জন্য তাদের সব সৎকর্ম আপনাকে দেবেন আর আপনার পাপ দেবেন তাদেরকে।
পাঁচ. কেবলমাত্র আপনার একটি খারাপ সপ্তাহ কাটানোর অর্থ এই নয় যে আপনি জীবনের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছেন! সব কিছু সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি নিন। এই ধরনের ধাক্কাকে আপনি কে তা নির্ধারণ করতে দেবেন না। মনে রাখবেন সর্বশক্তিমান কষ্টের পরে স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার জীবনকে সর্বোত্তম উপায়ে যাপন করুন এবং বাকিটা ছেড়ে দিন সর্বশক্তিমান আল্লাহকে!
ছয়. কিছু লোক সত্যকে বিকৃত করার জন্য সবসময় অজুহাত খুঁজবে। আপনি তাদের কিভাবে সংশোধন করতে চেষ্টা করছেন তার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কেবল কানটা বন্ধ করে রাখে; সুতরাং আপনার জন্য দূরত্ব বজায় রাখাই উত্তম।
সাতন: আমরা প্রায়শই ক্ষুদ্র বিষয়গুলোতে শোকাহত হই ও হাহাকার করি অথচ এ সময় অন্যরা অনেক বড় চ্যালেঞ্জ এবং জীবন পরিবর্তনকারী পরিস্থিতির মুখোমুখি। আপনার জীবনের উপর এক ধরনের দৃঢ়তা বজায় রাখুন। আকাঙ্ক্ষার ব্যাপারে সাবধান থাকুন। এটিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবেন না। শেষ পর্যন্ত আপনি কী চান সে সম্পর্কে নিজেকে মনে করিয়ে দিন। জান্নাত হবে আপনার সব ত্যাগের চূড়ান্ত মূল্য।
দ্রষ্টব্য:
বলুন, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন ; যাকে ইচ্ছা আপনি পরাক্রমশালী করেন, আর যাকে ইচ্ছা আপনি অপমান করেন। কল্যাণ আপনার হাতেই। নিশ্চয় আপনি সকল বিষয়ে সর্বশক্তিমান। (সূরা আলে ইমরান:২৬)
যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোন সন্তান গ্রহণ করেননি ; সার্বভৌমত্বে তাঁর কোন শরীক নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। (সূরা আল-ফুরকান:২)
তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তিদাতা, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অতীব মহিমান্বিত। তারা যাকে শরীক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র, মহান। (সূরা আল-হাশর:২৩)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
