মুসলিম এসোসিয়েশন অব প্রফেশনাল এন্ড স্টুডেন্ট (MAPS) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের এলএমসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের (এমসিএ) সভাপতি বারিস্টার হামিদ হোসাইন আযাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার হাসানুল বান্নাহ।
সংগঠনের সেক্রেটারি ডা. মেহেদী হাসান ভূঁইয়া ও সাংবাদিক বদরুজ্জামান বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমসিএ’র ট্রেজারার মোশতাক আহমেদ, এমসিএ’র ডিটি সেক্রেটারী আশরাফ মাহমুদ উজ্জল, এমসিএ’র কালচারাল সেক্রেটারী ডা. মনোয়ার হোসাইন ইডব্লিউ সভাপতি হাসান কাওসার আহমদ, শাখা সভাপতি মুস্তাকিম প্রামানিক, বিবিসিএ সভাপতি আবু সালেহ ইয়াহিয়া, প্রফেসনাল শাখার সভাপতি প্রভাষক ইউসুফ মজুমদার, ইডব্লিউ সভাপতি ব্যারিস্টার নজিব উল্লাহ-সহ অন্যান্য পেশাজীবী ও শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান (নাশিদ, কোরাস, কবিতা আবৃত্তি) পরিবেশন করে প্রয়াস কালচারাল গ্রুপ এবং অন্যান্য শিল্পীবৃন্দ।