জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী নাহীন আহমেদ। তিনি জানিয়েছেন, শাফিনের হার্ট অ্যাটাক হয়েছিল। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
যুক্তরাষ্ট্রের একটি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে থাকাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাফিন আহমেদকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ৬টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস্ এর প্রতিষ্ঠাতা সদস্য ও লিড ভোকাল ছিলেন শাফিন আহমেদ। দীর্ঘদিন ব্যান্ডের সাথে জড়িত থাকা অবস্থায় অসংখ্য জনপ্রিয় গানে সুর ও কণ্ঠ দেন এই তারকা শিল্পী। পরবর্তী সময়ে মতানৈক্যের জেরে ব্যান্ড ছেড়ে নিজেই গড়েন ‘ভয়েস অব মাইলস্’ নামের একটি ব্যান্ড। এই ব্যান্ড নিয়েই বর্তামানে তার ব্যস্ততা ছিলো।
এছাড়াও ব্যান্ড তারকা শাফিন আহমেদ কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের পুত্র। তার বড় ভাই হামিন আহমেদ বর্তমানে মাইলস্ এর দলনেতা।
শাফিন আহমেদ শৈশবে বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত’র কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গান হচ্ছে- ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘পাহাড়ি মেয়ে’ প্রভৃতি।
তিনি তার বাবা কমল দাশগুপ্তর কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন। মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছিলেন।