জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ভিপি, জিএস ও এজিএস-সহ ২১ পদের ১৬টিতে বিজয়ী হয়েছে। বুধবার মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এই ফলাফল ঘোষণা করেন। https://www.facebook.com/reel/887105667107576

জকসু সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত আবদুল আলম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩ হাজার ৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া (৫ হাজার ৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন (৪ হাজার ২৩ ভোট) এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব (৪ হাজার ৬৯৮ ভোট)।
কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হন শিবির সমর্থিত প্যানেলের ফাতেমা আক্তার অওরিন (৩ হাজার ৮৫১ ভোট)। অন্য বিজয়ীদের মধ্যে আকিব হাসান (৩ হাজার ৫৮৮ ভোট), শান্তা আক্তার (৩ হাজার ৫৫৪ ভোট), জাহিদ হাসান (৩ হাজার ১২৪ ভোট) ও মো. আব্দুল্লাহ আল ফারুক (২ হাজার ৯১৭ ভোট) পেয়েছেন।
ছাত্রদল সমর্থিত প্যানেলে ২ জন বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন (৩ হাজার ৩০৭ ভোট), ইমরান হাসান ইমন (২ হাজার ৬৩৬ ভোট)।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল’ সংসদে ভিপি, জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রী সংস্থার প্রার্থীরা জয় লাভ করেছেন। ভিপি পদে জান্নাতুল উম্মি (৫৫০ ভোট), জিএস পদে সুমাইয়া তাবাসসুম (৫৭১ ভোট) পেয়ে জয়ী হয়েছেন।

ইতিপূর্বে ছাত্র শিবির নিরঙ্কুশ জয় পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনে।

