টানা কয়েকবছরের বিরতির পর আবারও উপস্থাপনায় ফিরলেন সিনিয়র বিনোদন সাংবাদিক সৈকত সালাহউদ্দিন। ঈদে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভির পর্দায় দেখা যাবে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে টানা ৭দিন অনুষ্ঠানটিতে ভিন্ন ভিন্ন তারকাদের কাছ থেকেই তাদের ভক্ত-দর্শকেরা জানতে পারবেন, তারকাদের ব্যাক্তিগত জীবন, কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি।
এক ফেসবুক স্ট্যাটাসে সৈকত সালাহউদ্দিন বলেন, মাহফুজ আহমেদ আট বছর পর বড়পর্দায় ফিরছেন এটা সবার মতো আমারও মনে ছিলো। কিন্তু একের পর এক ফ্রাইডে স্টারস, সুপারস্টার, পিপলস স্টার, মুভিবাজার, বিহাইন্ড দি স্টোরি, মুভিটাইম উইথ সৈকত সালাহউদ্দিন, গালগল্পে গৃহবাসীরা-এর পর উপস্থাপনায় যে আমার তিন বছর বিরতি পড়ে গেছিলো সত্যি বলতে তা মনে করিয়ে দিলো সাংবাদিক ছোটভাইরা। এই কাটছাটের সময়েও টিভি চ্যানেলে বড় শো উপহার দেয়ার জন্য নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবুকে সবারই ধন্যবাদ জানানো দরকার। অনুষ্ঠানের প্রযোজক আসিফ রহমান, লাইন প্রডিউসার নাবিলাসহ নাগরিক টিভির সবাইকে অনেক ভালোবাসা। প্রত্যাবর্তনের শোতে অংশ নেয়া সবার জন্য অনেক ভালোবাসা। যারা আমার শো মিস করতেন তাদের ও ভালোবাসা। সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদের দিন থেকে টানা সাতদিন অর্থাৎ ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ১২টায় সৈকত সালাহউদ্দিন ভিন্ন ভিন্ন তারকাদের নিয়ে হাজির হবেন নাগরিক টিভির পর্দায়। ঈদের প্রথম দিন ‘তারায় তারায়’ অনুষ্ঠানে দেখা যাবে মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও চয়নিকা চৌধুরীকে। ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠানটিতে অংশ নেবেন রায়হান রাফী, আফরান নিশো ও তমা মির্জা। ঈদের তৃতীয় দিন আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। ঈদের চতুর্থ দিন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস ও নিপুণকে আড্ডায় দেখা যাবে সৈকত সালাহউদ্দিনের সাথে। ঈদের পঞ্চম দিন মোস্তফা সারোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে এই অনুষ্ঠানটিতে। ঈদের ষষ্ঠ দিন অনুষ্ঠানটিতে অংশ নেবেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। ঈদের সপ্তম দিন সৈকত সালাহউদ্দিনের সঙ্গে আড্ডা দেবেন মামুনূর রশীদ, গিয়াস উদ্দিন সেলিম ও রোকেয়া প্রাচী।
‘তারায় তারায়’ প্রচার হবে নাগরিক টিভিতে ঈদের দিন থেকে ৭দিন রাত ১২টায়। সাংবাদিক প্যানেলে ছিলেন তুষার আদিত্য, তানভীর তারেক, মাহমুদ মানজুর, এফআই দিপু, জাহিদ আকবর, নিপু বড়ুয়া, লিমন আহমেদ, আনিন্দ্য মামুন।