অপরকে সাহায্য করলে, নিজেরই উপকার হয় ।। ব্যারিস্টার মুসতাক আহমদ

গল্প-উপন্যাস শিল্প-সংস্কৃতি সাম্প্রতিক
শেয়ার করুন

একজন কৃষক প্রতি বছর অসাধারণ ভুট্টা ফলাতেন। তার ফলন এতই ভালো যে, তিনি সবসময় শীর্ষে থাকেন। এক সাংবাদিক সে কৃষকের কাছে এই সাফল্যের রহস্য জানতে চাইলেন। কীভাবে এমন ভালো ভুট্টা ফলান? আর কেন প্রতিবেশীদের সাথে ভুট্টার বীজ শেয়ার করেন, যখন অন্যরা তার সঙ্গে প্রতিযোগিতা করছে?

কৃষক মুচকি হেসে বললেন, আপনি হয়ত জানেন, ভুট্টার শীষ থেকে পরাগ (পলিন) বাতাসে ছড়ায়, যা আশেপাশের মাঠে চলে যায়। আমার প্রতিবেশী খারাপ মানের ভুট্টা লাগালে পলিন ধীরে ধীরে আমার ক্ষেতেও চলে আসবে। এতে আমার ভুট্টার মানও কমে যাবে। আমি চাই, প্রতিবেশীরা ভালো ভুট্টা উৎপাদন করুক। তাদের ফলন ভালো হবে এবং আমার নিজেরটাও ভালো থাকবে।

বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক অবাক হয়ে লক্ষ্য করলেন, এটি একটি প্রাকৃতিক ব্যাপার, ক্রস-পলিনেশন (cross-pollination)। একটি ক্ষেতের ভুট্টার পলিন বাতাসের মাধ্যমে অন্য ভুট্টা ক্ষেতে চলে যায়, তখন সেখানেও ভুট্টার ফলন ভালো হতে থোকে। আর কৃষক জানতেন, অপরকে সাহায্য করলে সবার জীবনই সুন্দর হয়। একজনের সাফল্য অন্যকে অনুপ্রাণিত করে। এছাড়া একে অপরে বন্ধু, সহকারী বা সাহায্যকারী হলে সবার জীবন আরও ভালো হতে থাকে।

পবিত্র কোরআনে বলা হয়েছে: ‘তোমরা একে অপরকে ভালো কাজ করতে উৎসাহিত করো।’ (৫:২)। হাদীসে আছে: ‘তোমরা নিজের জন্য যা ভালো চাও, সেটি অন্যদের জন্যও চাও।’ (সহীহ বুখারী)। সাংবাদিক দীর্ঘ প্রতিবেদনের শিরোনাম দিলেন, ‘অপরকে সাহায্য করলে, নিজেরই উপকার হয়।’

* মুসতাক আহমদ ব্যারিস্টার অ্যাট ল, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *