নতুনের উঁকি ।। সাজজাদ হোসাইন খান
প্রতিদিন আসে রোদ প্রতি রাতে তারা চন্দ্রের তালু ফেটে জোসনার ধারা। সাগরের বুকে থাকে ঝড়দের ফণা গ্রীষ্মের দুপুরে যে মাঠ ঠনঠনা। ফুল ফোটে ফুল মরে তুলতুলে চুলে সময়ের ডালে বসে ডাকে বুলবুলে। প্রজাপতি ওড়াউড়ি হাওয়া যায় দূরে হিসাবের পাতা নাকি আসে ঘুরে ঘুরে। পুরাতন ফুটো করে নতুনের উঁকি অতীতের পিঠে তাই ডাঁশা টুকটুকি॥
বিস্তারিত পড়ুন