দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলে স্কলারশিপসহ শিক্ষার্জনের সুবিধার্থে ব্যতিক্রমধর্মী কনসেপ্ট নিয়ে যাত্র শুরু করেছে ‘রয়েল প্যাসিফিক কনসালটেন্সি’। যা বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সি এবং মাইগ্রেশন সার্ভিস সেক্টরে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে। পাশাপাশি কেউ বিত্তশালী না হলেও পাবেন স্কলারশিপ এবং রাখতে পারবেন মেধা, যোগ্যতার স্বাক্ষর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর, শনিবার ঢাকার স্বনামধন্য একটি হোটেলে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্মের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শাহজাহান খান।
রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্ম বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা ও মাইগ্রেশন সার্ভিস পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য অত্যন্ত ডায়নামিক ও গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়ে তার যাত্রা শুরু করেছে। হাইলি কোয়ালিফাইড, প্রফেশনাল এবং অত্যন্ত দক্ষ একটি টিমের মাধ্যমে পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষা এবং মাইগ্রেশন সার্ভিস এর সকল প্রকার খুঁটিনাটি সহযোগিতা প্রদানে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি সদা প্রস্তুত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর শাহজাহান খান তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী যাকে আমরা আজকের দিনে গ্লোবাল ভিলেজ হিসেবে গণ্য করি এখানে তথ্যপ্রযুক্তির অবদানে আন্তঃদেশীয় যোগাযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতায় নামতে হলে এখন শুধু পড়ালেখায় ভালো করলেই হবেনা, থাকতে হবে কালচারাল দক্ষতা। থাকতে হবে দেশপ্রেম ও নৈতিকতা। এমনই এক মূহুর্তে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি তাদের এই দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চ শিক্ষা ও মাইগ্রেশন সার্ভিসে সাহায্য প্রার্থীদের জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সকলের বিশ্বাস ও আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির প্রো ভিসি প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম বলেন, রয়েল প্যাসিফিক কনসালটেন্সির ভিশন এবং তাদের ডেডিকেশন আজকের এই স্মরণীয় মুহূর্তে আমাদের সকলকে একত্রিত করতে পেরেছে। আপনাদের এই উদ্যোগ অসংখ্য অগণিত মানুষকে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন এবং কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
রয়েল প্যাসিফিক কনসালটেন্সির চেয়ারম্যান প্রফেসর ডঃ মাহবুব হাসান উল্লেখ করেন- আমাদের কমিটমেন্ট খুবই স্পষ্ট, আমরা প্রতিটি শিক্ষার্থী এবং প্রফেশনালকে তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়ে আমাদের গাইডেন্স আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে। সততা, নিষ্ঠা, সতর্কতা এবং গুরুত্বের সাথে প্রতিটি কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। আমরা ব্যভসা করার চেয়ে সেবা প্রদানকে বেশি গুরুত্ব দিচ্ছি। এমনকি প্রি-কনসালটেন্সি ও পোস্ট-কনসালটেন্সিও আমরা করছি। যা বিদেশের মাটিতে সবার ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানের পরিচালক ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রার্থী কেন্দ্রিক এপ্রোচই হচ্ছে আমাদের সেবার মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) অ্যাডভোকেট আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমরা শুধু কথায় নয় কাজেও প্রমাণ করে দেবো যে কেন আমরা ব্যতিক্রম।
ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, রয়েল প্যাসিফিক কনসালটেন্সি শুধুমাত্র দেশের মধ্যে একটি সেবামূলক প্রতিষ্ঠান নয় বরং এটি এমন একটি প্রতিষ্ঠান যা উচ্চতর জ্ঞান অর্জন এবং ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে।

রয়েল প্যাসিফিক কনসালটেন্সির সিইও মো আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আতাউর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডক্টর মোশাররফ হোসেন মাসুদ (রেজিস্ট্রার, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ডঃ মাহফুব কায়সার, (ঢাকা বিশ্ববিদ্যালয়), মিসেস নাহিদা আক্তার (ডাইরেক্টর, রয়েল প্যাসিফিক কেয়ার, সিডনি, অস্ট্রেলিয়া) ডঃ কামরুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডক্টর ইসমাইল হোসাইন (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডক্টর আবুল কালাম আজাদ (মানারাত বিশ্ববিদ্যালয়), মোঃ মাসুম বিল্লাহ (এক্সিকিউটিভ ডাইরেক্টর, রয়েল প্যাসিফিক কনসালটেন্সি), মিস্টার গালিব হাসনাত (পি টি ই বাংলাদেশ), ফাহিম ফয়সাল (সংগীতশিল্পী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নির্বাহী সম্পাদক ‘সময়’ ইউকে), রায়হান শরীফ (কান্ট্রি হেড, অ্যাডভান্টাস) সহ আরো অনেকে।