বিশিষ্ট উলামায়ে কেরামের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসায় আলিশান ওয়াজ মাহফিল

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট এয়ারপোর্ট সংলগ্ন ‘জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসায়’ আলিশান ওয়াজ মাহফিল গত সোমবার (৫ জানুয়ারী ২০২৬) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট উলামায়ে কেরামের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেটের মুহতামিম ও শায়খূল হাদীস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান রাখেন মাওলানা মুফতি নাসির উদ্দিন বি-বাড়ীয়া, মাওলানা শায়খ ঈসমাইল খান পীর সাহেব বালিঙ্গা, মাওলানা ক্বারী আলী আহমদ হুজাই ভারত, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাফেজ মনজুর আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান রানীগঞ্জী, মাওলানা শরীফ আহমদ নোমানী, মাওলানা দিলোওয়ার হোসেন, মাওলানা হাফেজ জাহেদ আহমদ, মাওলানা ক্বারী নুর উদ্দিন রফিকী, মাওলানা আমিনুল হক, হাফিজ ময়নুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ১ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য মংলিপার জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী জুনেদ আহমদ, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিদ্দিকুর রহমান জুম্মন, মাওলানা নিয়ামত উল্যাহ খাসদবিরী প্রমুখ। মাদ্রাসা সম্পর্কে স্বরচিত তারানা পেশ করেন কবি মাওলানা ইমরান জৌহরী। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম।

মাহফিলে বক্তারা বলেন, ইসলাম-ই একমাত্র আল্লাহ তায়ালার মনোনীত ধর্ম, তাই আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। পরিপূর্ণ দ্বীন শিক্ষার ব্যবস্থা হলো এসব ক্বওমী মাদ্রাসা, তাই সকল মুমিন-মুসলমান নারী-পুরুষের উচিত এসব মাদ্রাসার উন্নয়নে সর্বপ্রকার সহযোগিতা করা।

বক্তাগন আরো বলেন, একটি সভ্য সমাজ ও রাষ্ট্র গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। ধর্মহীন শিক্ষানীতি মানুষকে সন্ত্রাসী ও আদর্শহীন করে- তাই দ্বীনি শিক্ষার হেফাজতে সরকার সমাজপতি এবং সমাজের সর্বস্তরের জনগণের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

জামেয়া আমিনিয়া মাদ্রাসা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান উল্লেখ করে বক্তারা বলেন, এই মাদ্রাসা অত্র এলাকায় দ্বীনি ও‌ জাগতিক শিক্ষার সম্প্রসারণ ও সম্প্রচারে অগ্রনী ভূমিকা করে আসছে। মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বার্তা প্রেরক : মাওলানা রুহুল আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *