খালেদা জিয়াকে নিবেদিত কবিতা সন্ধ্যা ‘শোকের লোবান পুড়ে অবিরাম’

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

আবদুল কাদের তাপাদার সিলেট

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে কবিতা সন্ধ্যা ‘শোকের লোবান পুড়ে অবিরাম’। সিলেটের প্রাচীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘সাইক্লোন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোক, স্মৃতি ও রাজনৈতিক সংগ্রামের আবহে আয়োজিত এ কবিতা সন্ধ্যায় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা তাদের রচিত কবিতায় বেগম খালেদা জিয়ার জীবন, ত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে পাঠ করা কবিতাগুলোতে উঠে আসে কারাবন্দি জীবনের বেদনা, মাতৃসম শোক, জাতির রাজনৈতিক টানাপোড়েন এবং আশার আলো। আবৃত্তি ও কবিতার মেলবন্ধনে পুরো আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন শোকানুষ্ঠানে। উপস্থিত বক্তারা বলেন, কবিতা ও সাহিত্য শোককে শক্তিতে রূপান্তর করার এক অনন্য মাধ্যম— এ সন্ধ্যা তারই প্রমাণ।

সাইক্লোন কেন্দ্রীয় সাহিত্য সংসদের ৩৩৭তম সাহিত্য আসরে কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু’র সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা বশির আহমদ। সাইক্লোনের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভ্রমণলেখক মোয়াজ আফসার। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন কবি কামাল আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মালেক খান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ, সাহিত্যিক-সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সিলেট কোর্টের অ্যাডিশনাল পিপি কবিআব্দুল মুকিত অপি।

অনুষ্ঠানে লেখাপাঠে অংশ নেন– প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি তাবেদার রসুল বকুল, কবি ছয়ফুল আলম পারুল, কবি মাহফুজ জোহা, কবি সুফি আকবর, মো: সুয়েজ হোসেন, শিল্পী মো: বাহাউদ্দিন বাহার, অধ্যক্ষ ছাবিবর আহমদ, কবি আতাউর রহমান বঙ্গী, প্রাবন্ধিক আব্দুল বাছিত, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, কবি কাউছার আরা বেগম, এম জহুরুল ইসলাম মখর, কবি সাজন আহমদ সাজু, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার হুসাইন হামিদ, আমীর হোসেন সোহাগ, আশিকুর রহমান আশিক, কয়েস মিয়া, মো: কবির হোসেন, ফয়সল আহমদ, ফাতেহা বেগম, তাপাদার জান্নাতুল জাহরা, জোবায়দা বেগম আঁখি, শামীমা আক্তার মাহা, জাবেদ আহমদ সোহাগ, মো: দিদার আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *