সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে আরিফ চেয়ারপার্সন ও ফখরুল ভাইস চেয়ারম্যান

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে চেয়ারপার্সন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলামকে ভাইস চেয়ারম্যান করে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ তথ্য জানানো হয়।

কমিটির অপর সদস্যরা যথাক্রমে এডভোকেট এমরান আহমদ চৌধুরী, পরিচালক, স্বাস্থ্য বিভাগ, জাতীয় সদর দপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রিন্সিপাল, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, পরিচালক, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, ইনচার্জ, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার এবং সদস্য সচিব ইউনিট লেভেল অফিসার, সিলেট ইউনিট।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠানটির কাজের সুবিধার্থে সোসাইটির উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়। মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের স্বার্থে যে কোন সময় এ কমিটি পুনর্বিন্যাস অথবা পুনঃগঠন করার ক্ষমতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংরক্ষণ করে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *