মাহবুব ওসমানী, টরন্টো, কানাডাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডা (DUFC)’-এর নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মে টরন্টোর একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো ২০২৫-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির এ সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডা প্রবাসে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সাংস্কৃতিক সংযোগ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন এবং এটি ছিল একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার একটি সৌহার্দ্যপূর্ণ আয়োজন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আগামী দুই বছরের জন্য কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এতে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনার পাশাপাশি ২০২৫ সালের গ্রীষ্মকালীন বনভোজন আয়োজনের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে আবুল হাসেমকে প্রধান সমন্বয়কারী (Chief Coordinator) হিসেবে মনোনীত করা হয়। তাঁকে সহযোগিতা করবেন—হাবিবুল্লাহ পারভেজ, ফেরদৌস আমিন মেহেদী, ফজলে রাব্বী, আখতার জামান, আনাহিতা নাহিদ, তানজিলা আমিন, আসমা হক এবং কাউসার আহমেদ।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়, যেগুলোর ওপর ধারাবাহিকভাবে কাজ চলবে। আগামী দিনের কার্যক্রম, অনুষ্ঠান এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষত ফেসবুক) প্রকাশ করা হবে।
ফোরামের পক্ষ থেকে সভায় অংশ নেওয়া সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।