ফিলিস্তিনি জনগণকে গাজা উপত্যকা থেকে অন্য কোথাও চলে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, গাজা ‘ইসরাইলি ভূখণ্ড’। অথচ বাস্তবতা হচ্ছে, গোটা ইসরাইলি ভূখণ্ডের মালিক গাজাবাসী ফিলিস্তিনিরা। তাদের ভূখণ্ড জবরদখল করে ১৯৪৮ সালে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র গঠিত হয়।
সোমবার ‘গাজায় পুনরায় বসতি স্থাপনের প্রস্তুতি’ শীর্ষক বিক্ষোভ মিছিল করেন বেন-গাভির। সেখানে এক বক্তৃতায় গাজাবাসীকে ‘স্বেচ্ছায়’ অবরুদ্ধ এই উপত্যকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা গাজার সকল অধিবাসীকে স্বেচ্ছায় এই উপত্যকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। তাদের আমরা অন্যান্য দেশে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, এই ভূখণ্ড আমাদের।’ – আল-জাজিরা ও প্রেস টিভি