১২ সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বো ইস্ট ওয়ার্ডের উপ-নির্বাচন

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর। কাউন্সিলর রাচেল ব্লেকের পদত্যাগের কারণে এই উপ-নির্বাচন হচ্ছে। গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি লন্ডন এবং ওয়েস্টমিনস্টার আসনের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বো ইস্ট ওয়ার্ডের উপ-নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৮ টি ভোটকেন্দ্রে এলাকবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপর টাউন হলে ভোট গণনা শেষে কাউন্সিলের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ফলাফল ঘোষণা করা হবে।

২০২২ সালের স্থানীয় নির্বাচনের পর কাউন্সিলের কোন আসনে এটিই প্রথম নির্বাচন এবং প্রথমবারের মতো আইনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে ভোটকেন্দ্রে ব্যক্তিগতভাবে ভোট দিতে গেলে ভোটারদের স্বীকৃত ফর্মের যেকোন একটি ফটো আইডি প্রদান করতে হবে।

নীচের লিঙ্কে গিয়ে ফটো আইডি প্রয়োজনীয়তা সম্পর্কে এবং প্রার্থীদের তালিকা, ভোট কেন্দ্রের অবস্থান এবং আরও তথ্য পাওয়া যাবে।

www.towerhamlets.gov.uk/lgnl/education_and_learning/schools/school_admissions/school_admissions.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *