স্কোয়াড্রন লিডার রিফাতের জানাজা সম্পন্ন

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের জানাজা সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৃহস্পতিবার (৯ মে ২০২৪) তিনি গুরুতর আহত হন। পরে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

রাতে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় সেনা, বিমান, নৌবাহিনীর সদস্য ছাড়াও স্থানীয় সংসদ সদস্য-সহ আরো অনেকে অংশ নেন।

আজ দুপুরে বিমানবাহিনীর-২১৯ হেলিকপ্টার দিয়ে মরদেহ মানিকগঞ্জে নিয়ে পাঠানো হয়। মরদেহের সঙ্গে তার বাবা ডা. আমানউল্লা, স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে ছিলেন।

মরহুমের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও এলাকাবাসীরা। শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আবারো জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা শহরের সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বৈমানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *