পূর্ব জেরুজালেমকে নিয়ে ১৯৬৭ সালের সীমান্ত মেনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রকে একথা সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।
গত মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, সৌদি আরব ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা চালাতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছে।
এর পরই এই বিবৃতি প্রকাশিত হয়েছে। আজ বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান জানিয়ে দিয়েছে। এতে বলা হয়, পূর্ব জেরুসালেম নিয়ে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি ‘আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না।
উল্লেখ্য, প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। সেই সম্পর্কে নীরব ছিল সৌদি আরব। তখন থেকেই ইসরাইল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা আছে। ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাথে সাক্ষাত করে নতুন করে বিষয়টি উত্থাপন করেন।
মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই অ্যান্টনি ব্লিনকেন সৌদি আরব যান। চার মাস ধরে চলা গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সফর করছেন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মোহাম্মদ বিন সালমানের সাথে দু’ঘণ্টার বৈঠকে ব্লিনকেন ‘আরো একীভূত অঞ্চল নির্মাণ’ নিয়ে আলোচনা করেছেন। এই পরিভাষাটি দিয়ে ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকরণের কথাই বোঝানো হয়ে থাকে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গাজায় মানবিক সমস্যার সুরাহা এবং সঙ্ঘাত যাতে আরো না ছড়িয়ে পড়ে, তার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। ব্লিনকেনের মিসর, কাতার, ইসরাইল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে। তিনি মিসর ও কাতারের মধ্যস্ততায় বন্দী মুক্তির প্রস্তাব নিয়েও আলোচনা করবেন। সূত্র : রয়টার্স ও ইউএস নিউজ