১০০ মিলিয়নের ঘরে মুনাইম বিল্লাহর ‘মেহেরবান’

ফিচার বিনোদন
শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক: ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউস অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করলো বিশ্বব্যাপি জনপ্রিয় ইসলামী গান ‘মেহেরবান’। আলফাজ হোসাইন এর কথা ও সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ। এটি প্রথমবারের মতো বাংলাদেশের একক কোন শিল্পীর একটি ইসলামি গান যা ১০০ মিলিয়ন ভিউসের মাইলফলক স্পর্শ করেছে। যা বাংলাদেশের ইসলামি গানের ক্ষেত্রেও একটি যুগান্তকারী মুহূর্ত।

এই অর্জনে মুনাইম বিল্লাহ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার অগনিত ভক্ত-শ্রোতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এ অকুণ্ঠ সমর্থনের জন্য। কারণ, একটি গান কখন, কিভাবে জনপ্রিয়তা লাভ করবে তা শুরুতে কেউই বলতে পারে না। ২০১৬ সালে প্রকাশিত হয়েছিলো ‘মেহেরবান’ গানটি। গানটির সুন্দর সুর এবং আধ্যাত্মিক কথা শ্রোতাদের মন ছুয়েঁ গেছে। তাই প্রকাশের পরপরই গানটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। আর এই অসাধারণ সাফল্য বাংলাদেশের ইসলামি গানের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ।

এদিকে নিয়মিত গান প্রকাশের ধারাবাহিকতায় শিল্পী মুনাইম বিল্লাহ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে শিঘ্রই মুক্তি দিচ্ছেন নতুন গান ‘নফস’। গীতিকবি বিলাল হোসাইন নূরীর কথামালা আর মাহফুজ বিল্লাহ শাহীর সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। গানটির ভিজ্যুয়াল নির্মাণ করেছেন মাসুদ আল জাবের।

গানটি নিয়ে শিল্পী জানান, মানুষের ভেতরে আরেক মানুষ, কিংবা অমানুষ; সে আমাদের নফস কিংবা আত্মা। যার প্ররোচনায় আমরা প্ররোচিত হই। ভালো-মন্দ কাজে নিজেদের সপে দেই। এই গানটির কথায় ফুটে উঠেছে মানুষের অন্তরাত্মার সেই পরিচয়। প্রায় দুই বছর ধরে ‘নফস’ গানটির কথা ও সুর নিয়ে কাজ করেছি আমরা। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। এবার মুক্তির পালা। আমার বিশ্বাস, বাংলা নাশিদের ইতিহাসে এক অনন্য উপাখ্যান সৃষ্টি করবে ‘নফস’।

উল্লেখ্য, মুনাইম বিল্লাহর জনপ্রিয় আরও কয়েকটি গান হচ্ছে- দাস, আমার মা, ইয়া হাবিবি, মালিক ইত্যাদি।

‘মেহেরবান’ গানের ইউটিউব লিংকসমূহঃ

https://www.youtube.com/watch?v=vlaf1Au6x1E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *