হাজার হাজার শিশু হত্যাকে কিছুই সমর্থন করে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. হাজার হাজার শিশু হত্যাকে কোনো কিছুই সমর্থন করে না। কিছুই না। আত্মরক্ষাও নয়। মানব ঢালও নয়। কিছুই না।

দুই. তাদের কাছ থেকে সতর্ক থাকুন যারা আপনাকে বারবার পিঠে ছুরিকাঘাত করে এবং তারপরে এমন আচরণ করে যেন তাদের প্রতি অন্যায় করা হয়েছে। এমন ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো।

পূনশ্চঃ

এক. এই পৃথিবীতে আপনি যা চান সব পাবেন না। এই পৃথিবীর প্রকৃতি এমন যে আপনার পরিকল্পনা অনুযায়ী কিছু যায় না। এর সবই সর্বশক্তিমানের উপর নির্ভর করে। সুতরাং যখন আপনার বিশ্বাসকে পরীক্ষা করা হয়, তখন ভেঙে পড়বেন না। তাঁর কাছে প্রার্থনা করুন। এটিই কোন কিছু পরিবর্তন করার একমাত্র উপায়।

দুই. আপনার যাত্রা আপনার একার। কেউ কেউ এতে আপনার সাথে হাঁটাকে বেছে নিতে পারে কিন্তু তারা আপনার জন্য হাঁটতে পারে না। তাই আপনার নিজের সাহচর্যের প্রশংসা করুন, নিজেকে ভালোবাসুন এবং আপনার যা করতে হবে তা করুন।

তিন. জীবন উত্থান-পতনে ভরা। মনে রাখবেন, কোন একটি আত্মাও তার জীবনের সমস্ত কিছু খুঁজে পায়নি। যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের কাজ নিজেকে প্রস্তুত করা। ভাল ও খারাপ সময়কে আলিঙ্গন করা। সর্বদা হেদায়েতের জন্য প্রার্থনা করুন।

চার. জিনিসগুলি ছেড়ে যেতে দিতে শিখুন আর আপনার জীবনকে নাটকীয় মোড় নিতে দেখুন। মনে রাখবেন, ছেড়ে দেওয়া মানে অতীতের জন্য শোক ও অনুশোচনা করা নয় বরং ভবিষ্যতের জন্য বেড়ে ওঠা ও বেঁচে থাকা।

পাঁচ. আপনি যখন এই বিশ্বকে আপনার অগ্রাধিকার বানান তখন অন্তহীন সমস্যার জন্য প্রস্তুত থাকুন। এটি অস্থায়ী আবাসের প্রকৃতি। কিন্তু আপনি যদি আখেরাতকে আপনার প্রধান লক্ষ্য করে নেন, তাহলে মহান আল্লাহ আপনার পার্থিব বিষয়গুলো সহজ করে দেবেন। তিনি সবসময় আপনার পিছনে থাকবেন।

ছয়. ন্যায়ানুগ হতে শিখুন। সর্বশক্তিমান যারা ন্যায়বিচার করেন তাদের ভালবাসেন। কখনও কখনও আপনি অন্যরা তার সম্পর্কে যা বলেছিল অথবা অন্য কারও বর্ণনার উপর ভিত্তি করে কাউকে অপছন্দ করেন। অথচ তিনি একজন ভাল মানুষে পরিণত হয়েছেন। তাই পূর্ব ধারণা থেকে মুক্ত হয়ে অন্যের সম্পর্কে আপনার নিজের ধারণা তৈরি করুন। সবাইকে একটা সুযোগ দিন!

সাত. সঠিক সময় যখন আসবে তখন সর্বশক্তিমান আপনি যা চান তা আপনাকে দেবেন। যদি এটি আপনার পক্ষে ভাল হয় তবে তিনি তা নিশ্চিত করবেন। আর যদি এটি আপনার জন্য খারাপ হয় তবে তিনি এটিকে আপনার কাছ থেকে দূরে রাখবেন। এক মুহুর্তের জন্যও ভাববেন না যে তিনি আপনার কথা শুনেননি। আপনি কিছু উচ্চারণ করার আগেই তিনি আপনার হৃদয়ে কী আছে তা জানেন!

আট. আপনি যদি হেয়, হতাশ এবং অপ্রংশসিত অনুভব করেন তবে জেনে রাখুন এটি হলো শয়তানের কাজ। সে আপনার মধ্যে এই জাতীয় চিন্তা ঢুকিয়ে দেবার ব্যাপারে বিশেষজ্ঞ। ইবলিশ চায় যে আপনি সাময়িকভাবে হলেও বড় বড় পাপ করতে থাকেন। তার কৌশলগুলি এখনি আপনার জানা উচিত। তার চিন্তার পাল্টা ভাবনা ভাবুন। পাপ থেকে দূরে সরে আসুন। সর্বশক্তিমানের কাছে আপনার শক্তি প্রার্থনা করুন।

দ্রষ্টব্যঃ

মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে। (সূরা আর রুম: ৪১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *