হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টের বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে কদম ফোয়ারা, মৎস ভবন মোড় ঘুরে বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেট দিয়ে ভেতরে গিয়ে শেষ হয়। পরে আইনজীবীরা সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, বিএনপি নেতা আবেদ রাজা, ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ইউসুফ আলী প্রমূখ।
রুহুল কুদ্দুস কাজল বলেন, হামলা চালিয়ে বিএনপি’র সমাবেশ নস্যাত করার চেষ্টা করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটানো হয়েছে। কর্মসূচির আগে পরে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে এসব ষড়যন্ত্র করছে সরকার। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।