ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে মর্মাহত

ইউরোপ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছে। রোববার দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তা জানানো হয়েছে।

২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে এই সহিংস পরিস্থিতিতে সরকারসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের তাগিদ দিয়ে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করা।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে লাখো মানুষের সমাবেশ ঘটে। অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য শেষ করার আগেই পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলে সমাবেশ পণ্ড হয়ে যায়। রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, আনসার, সাংবাদিক সহ সহস্রাধিক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *