স্বদেশের উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন লন্ডন প্রবাসী দক্ষিণ সুনামগঞ্জের কাবিখাই এলাকাবাসী

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই এলাকাবাসী মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) এক সমাবেশে মিলিত হয়ে স্বদেশের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

লন্ডনের সাউথ উডফোর্ডের জয়পুর রেস্টুরেন্টে এই আনন্দঘন গেট-টুগেদার অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন সিতা মিয়া, শামিম আহমদ, সমসু মিয়া, আব্দুল হক, মনর আলী, শায়েক মিয়া, সাজ্জাদ মিয়া, আজাদ মিয়া, সাদেক মিয়া, নেসার মিয়া, আকবর আলী, শফিক মিয়া, মালেক মিয়া, আবুবকর নিহাজ, শিব্বির আহমদ প্রমুখ।

বিলেতে প্রথম বারের মত কাবিলাখাই এলাকাবাসীর এই সভায় উপস্থিত সকলে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। আগামীতে তারা পরিবার পরিজন নিয়ে একত্রে মিলিত হবার আগ্রহ ব্যক্ত করেছেন।

সভায় কাবিলাখাই গ্রামের উন্নয়নে প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ ভূমিকা পালনের জন্য আলোচনা হয়। কাবিলাখাই এলাকা-সহ দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও যাতায়াতের উন্নয়নে একটি কমিটি গঠনের ব্যাপারে উপস্থিত সকলে একমত হন। তারা এলাকার সামগ্রিক অগ্রগতি ও সুনাগরিক গড়ে তোলার জন্য এই চারটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে অভিহিত করেন।

হাফেজ ক্বারী আবু তাহের রিফাতের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *