সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জামায়াতে ইসলামীকে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর আগে গত মঙ্গলবার নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি হিসেবে ৪ আগস্ট সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।

ঐদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

সংবাদ সম্মেলনে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, তিন দাবিসহ সমাবেশে প্রশাসনের সহযোগিতা না করার প্রতিবাদে আগামী ৪ আগস্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে আবারও সমাবেশের ঘোষণা দিচ্ছে জামায়াত।

নুরুল ইসলাম বুলবুল বলেন, অতীতের মতো আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। এ দিন সরকারি ছুটি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

পুলিশ প্রশাসনকে সংবিধান ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগনের পক্ষে ভূমিকা পালন করবেন।‌ সেই সঙ্গে প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো দল চিরদিন ক্ষমতায় থাকবে না। তাই কোনো দল বিশেষের নয়, দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালন করার জন্য আপনাদের আবারো আহবান জানাচ্ছি।

এদিকে দলীয় একটি সুত্র মতে, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া সমাবেশ করবে না দলটির নেতাকর্মীরা। তবে আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগের তিন দফা দাবিতে এ সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। গত ১লা আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু ডিএমপি’র পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় শুক্রবার (আজ) সোহ্‌রাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। এজন্য গত কয়েকদিনে জোর প্রস্তুতিও চালাচ্ছিলেন নেতারা। সমাবেশের অনুমতির জন্য গত ১লা আগস্ট ডিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)।

আবেদনপত্রে আগামীকাল ৪ঠা আগস্ট সোহ্‌রাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৩০মিনিটে সমাবেশ করার সহযোগিতা চাওয়া হয়। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতে ইসলামীকে (শুক্রবার) সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *