সেন্টমার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সেন্টমার্টিনে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। যেটি এখন কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। প্রবল বাতাসের কারণে ওই এলাকার বহুতল ভবনগুলো কাঁপছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

রবিবার (১৪ মে) দুপুর ১টার পর সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। একইসঙ্গে বেড়েছে পানির উচ্চতা। চলছে ভারী বর্ষণও। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

সকাল ৯টায় আবহাওয়ার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে বাতাসের গতিবেগ ছিল ৮০ কিলোমিটার। বেলা ১টার দিকে সেটা বেড়ে ১০০ কিলোমিটার হয়ে গেছে। প্রতি মুহূর্তে বাতাসের গতিবেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *