সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি হয়েছে: রিজভী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্টে সুষ্ঠুভাবে যদি ভোট গণনা হতো, তাহলে বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো। কিন্ত সুপ্রিম কোর্টের মতো জায়গায়ও তারা (সরকার) ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ফলাফল জালিয়াতি করে অধিক সংখ্যক আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। অথচ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা-নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দুই দিনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হলেও শুক্রবার ভোরের দিকে ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচনকেন্দ্রিক সহিংসতার অভিযোেগে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ। মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। সেখানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথীকে প্রধান এবং রুহুল কুদ্দুসকে দ্বিতীয় আসামি করা হয়। মামলার এজহারভুক্ত আইনজীবী বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট সুমন এবং অ্যাডভোকেট উসমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *