সুন্দরবনের পর্যটনশিল্পের উন্নয়নে নির্মিত হচ্ছে চুনকুড়ি সেতু

পর্যটন ফিচার বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

সুন্দরবন দেশের অন্যতম আকর্ষনীয় একটি পর্যটনস্পট। কিন্তু শুধুমাত্র যাতায়াতে অসুবিধার জন্য ইচ্ছে থাকা স্বত্বেও দেশ-বিদেশের পর্যটকরা নয়নাভিরাম এ পর্যটনস্পটে যেতে আগ্রহী হোন কম। যদিও পদ্মাসেতু নির্মাণ ও চালু হওয়ার পর এই সমস্যা অনেকটাই কমে এসছে। তাই বাংলাদেশ সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে, সুন্দরবনের আশপাশের এলাকায় অর্থনৈতিক ও পর্যটনশিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে এক হাজার ২৩৪ দশমিক ৩৮ মিটার ব্রিজ নির্মাণ করার।

সূত্রে জানা যায়, চুনকুড়ি সেতু নির্মাণের মাধ্যমে খুলনা জেলা শহরের সঙ্গে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাসহ দেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন ও উন্নত সড়ক নেটওয়ার্ক স্থাপন করা হবে।

‘কন্সট্র্যাকশন অব চুনকুড়ি ব্রিজ ওভার দ্য রিভার চুনকুড়ি অ্যাট টোয়েন্টি এইট কিলোমিটার অব গোল্লামারি বটিয়াঘাট দাকোপ-নোলিয়ান ফরেস্ট রোড’ প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হবে।

প্রকল্পে মোট ব্যয় ৭৪৫ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ১৭০ কোটি ৪৬ লাখ ১৮ হাজার টাকা। প্রকল্পে ৫৭৪ কোটি ৮৬ লাখ ৭১ হাজার টাকা ঋণ দেবে আবুধাবি ফাণ্ড ফর ডেভেলপমেন্ট। চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের মূল কাজ
২৬ হেক্টর ভূমি অধিগ্রহণ, পাঁচ লাখ ঘনমিটার মাটির কাজ, পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও দুই কিলোমিটার সার্ভিস রোড নির্মাণ। এছাড়া এক হাজার ২৩৪ দশমিক ৩৮ মিটার সাব-স্ট্রাকচার ও এক হাজার ৫০০ মিটার সুপার স্ট্রাকচার নির্মাণ করা হবে। নদীশাসনের কাজ, টোলপ্লাজা নির্মাণ ও পরামর্শক সেবা কেনা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন-আল-রশীদ জানায়, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মোতাবেক সড়ক ও জনপথ অধিদপ্তরের লক্ষ্যমাত্রা ৩৭ হাজার ৫০০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ করা। প্রস্তাবিত প্রকল্পের আওতায় এক হাজার ২৩৪ দশমিক ৩৮ মিটার সেতু নির্মাণের বিষয়টি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, চুনকুড়ি নদীর ওপর সেতু নির্মাণের মাধ্যমে খুলনা জেলার সঙ্গে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন ও উন্নত সড়ক নেটওয়ার্ক স্থাপন করা হবে। এছাড়া সুন্দরবনের নিকটবর্তী এলাকায় অর্থনৈতিক ও পর্যটনশিল্পের উন্নয়ন করা হবে।সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত।

সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশেএবং বাকি অংশ (৩৮%) রয়েছে ভারতের মধ্যে।

সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে; যথাক্রমে ‘সুন্দরবন’ ও ‘সুন্দরবন জাতীয় উদ্যান’ নামে। এই সুরক্ষা সত্ত্বেও, আইইউসিএন রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে ২০২০ সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল।

সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ১০৬ বাঘ ও ১০০০০০ থেকে ১৫০০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।

১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *