সর্বদা কৃতজ্ঞ থাকুন, এটাই তৃপ্তির চাবিকাঠি : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. মহান আল্লাহ আপনাকে আরেকটি দিন দিয়েছেন। মুহূর্তটি নিয়ে বাঁচুন। তাঁর সাথে সংযোগ করুন। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করবেন না। যারা আপনার চেয়ে কম সুবিধাপ্রাপ্ত তাদের দিকে তাকান। সর্বদা কৃতজ্ঞ থাকুন। এটাই তৃপ্তির চাবিকাঠি।

দুই. আপনি যখন সর্বদা লোকদের সম্পর্কে ধারণা করেন, তখন আপনি তাদের সাথে সম্পর্কিত হবার ব্যাপারে আপনার যে ক্ষমতা সেটাকে ক্ষতিগ্রস্থ করেন। সর্বদা ধরে নিচ্ছেন যে আপনি জানেন তারা কীভাবে চিন্তা করে এবং কী অনুভব করে। আর তাই আপনি তাদের কথা শোনা এবং তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন। এর ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি সম্পর্কে সচেতন হন তা না হলে এটি নেতিবাচক চিন্তার এক চক্রপাক তৈরি করতে পারে।

পূনশ্চঃ

এক. আপনার প্রতি যে আশীর্বাদ সেটিকে গ্যারান্টিকৃত হিসাবে গ্রহণ করবেন না। মহান আল্লাহ সেটি দেখবেন। কৃপা যত ছোটই হোক না কেন সর্বদা এ জন্য কৃতজ্ঞ থাকুন। তিনি কখনই কোন বিপর্যয় বা কষ্ট পাঠান না যেটির পরে সহজতা বা স্বস্তি না আসে। তাঁর সাথে সংযোগ বজায় রাখুন; আপনি আপনার জীবনে কতটা স্বাচ্ছন্দ্য ও অভ্যন্তরীণ শান্তি অনুভব করেন সেটি দেখতে পাবেন।

দুই. সর্বশক্তিমান কখনও আপনার আর্জি অগ্রাহ্য করবেন না। তিনি আপনাকে কখনই খালি হাতে ছাড়বেন না। আপনার হারিয়ে যাওয়া সমস্ত কিছু তিনি প্রতিস্থাপন করবেন। এমনকি তিনি আপনাকে আরও ভাল কিছু দেবেন যখন আপনি তাঁর নিষিদ্ধ বিষয় এবং বিধিনিষেধের জিনিসগুলো পরিত্যাগ করেন। তিনি এমনই দয়াবান ও করুণাময়, আর তিনি সর্বদা আমাদের জন্য সেরাটি চান।

তিন. আপনি ফলাফল দেখতে পাচ্ছেন না, যদিও আপনি সব জিনিস সঠিকভাবে করছেন। আপনি সর্বশক্তিমানকে প্রশ্ন করতে থাকেন এবং আপনি মনে করেন যে সব কিছু স্থবির হয়ে গেছে। হাল ছাড়বেন না। এ ধরনের চিন্তার খাদে পড়বেন না। ধৈর্য ধরুন, আরো ধৈর্য ধরুন। ভোরের আগে সর্বদা অন্ধকার বিরাজ করে।

চার. সর্বশক্তিমানকে ধন্যবাদ যে তিনি আমরা যা অর্জন করি তা দিয়ে আমাদের বিচার করেন না। আমরা যে প্রচেষ্টা চালিয়েছি তা তিনি সর্বদা লক্ষ্য করেন। তিনি যা চান তা হ’ল আমরা তাঁকে আন্তরিকভাবে, খুশী করার জন্য কাজ করি। যদি আমাদের উদ্দেশ্যটি ভুল হয়, আমরা যতই সাফল্য অর্জন করি না কেন, তাঁর কাছে এর কোন মূল্য নেই।

পাঁচ. অন্যদের সম্পর্কে শুধু ঈর্ষাপরায়ণ হয়ে গল্প ছড়াবেন না। কাউকে নিয়ে গল্প বানানো অনেক বড় পাপ।ভয় করুন যে, প্রকৃত বিষয়টি কি তা সর্বশক্তিমান জানেন। আর খারাপ’কিছু কেন ঘটেছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ বন্ধ করুন। আপনি যেটাকে ‘খারাপ’ হিসাবে দেখছেন সেই ব্যক্তি আপনাকেও সেভাবে দেখতে পারে। কেবল সর্বশক্তিমানই কোনো ভুল করেন না।

ছয়. সর্বশক্তিমান যখন ‘না’ বলেন, আমাদের লক্ষ্যের মধ্যে তা রাখা আর উচিত নয়। তিনি আমাদের কষ্ট ও দুর্ভোগ থেকে রক্ষা করছেন। তাঁর গোপন কৃপার উপর আস্থা রাখুন। আর আপনি যদি কখনো জীবনের লক্ষ্য হারিয়ে যাওয়ার বিষয় অনুভব করেন অথবা আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন তবে যিনি আপনাকে গর্ভে সৃষ্টি করেছিলেন তাঁর সাথে যোগাযোগ বজায় রাখুন।তিনি আপনার স্রষ্টা। আপনি এর উত্তর পেয়ে যাবেন।

দ্রষ্টব্য:

তিনিই তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন, সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্য তোমাদের কতিপয়কে অপরের উপর মর্যাদায় উন্নত করেছেন। নিশ্চয় তোমার প্রতিপালক সত্বর শাস্তিদাতা এবং তিনি চরম ক্ষমাশীল, পরম দয়াময়। (সূরা আনআম:১৬৫)

তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু না হলে (তোমাদের কেউ অব্যাহতি পেত না)। (সূরা নূর:২০)

ওদের জিজ্ঞেস করো, মহাকাল ও পৃথিবীতে যা-কিছু আছে তার মালিকানা কার? জবাবে বলো, এসব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর! দয়া ও করুণাকে তিনি তাঁর নীতি হিসেবে গ্রহণ করেছেন। সন্দেহ নেই,মহাবিচার দিবসে তিনি তোমাদের অবশ্যই সমবেত করবেন। কিন্তু যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করছে, তারা কখনোই তা বিশ্বাস করবে না। (সূরা আনআম:১২)

হে আমাদের প্রতিপালক! আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্যে আমাদের পাকড়াও করবেন না। প্রভু হে! আমাদের পূর্বসূরিদের ওপর যে-রূপ গুরুভার অর্পণ করেছিলেন, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিবেন না। প্রভু হে! আমাদের ওপর সাধ্যাতীত কোন দায়িত্ব দেবেন না। আমাদের ক্ষমা করুন। দয়া করুন। অপনিই আমাদের প্রভু। সত্য অস্বীকারকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সূরা বাকারা:২৮৬)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

caption id=”attachment_11079″ align=”alignleft” width=”150″] * মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট[/caption]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *