লেবাননে ব্যাপক ইসরায়েলি হামলায় একদিনে নারী-শিশু সহ অন্তত ৪৯২ নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েল লেবাননে তাদের যুদ্ধ আরও সম্প্রাসারিত করেছে। সোমবার তাদের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন হত্যা এবং ১,২০০’র বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ের ফলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা ৮০০’র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লেবানননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দেশের দক্ষিণে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভারি বোমাবর্ষণ হয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯০ জনের বেশি নারী ও শিশু রয়েছে।

সোমবারের হামলা ছিল ২০০৬ সালে ইসরায়েল আর লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক হামলা। দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দা পালাতে শুরু করেছেন, এবং দক্ষিণের বন্দর শহর সাইডন থেকে রাজধানী বৈরুত যাবার রাস্তায় ট্র্যাফিক জ্যাম শুরু হয়ে যায়।

হিজবুল্লাহ জানায়, তারা সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সামরিক নেতাদের হত্যা করার জবাবে হিজবুল্লাহর ইসরায়েলে হামলা চালায়।

হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরে পেজার এবং ওয়াকি-টকিতে দূরবর্তীভাবে বিস্ফোরক বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ওই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। – ভিওএ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *