পাকিস্তান অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক আঙিনায় একের পর এক মাইলফলক টপকাচ্ছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ খেলেছেন বাবর। ওয়ানডে সিরিজে দুই শতক পাওয়া বাবর সিরিজসেরাও হয়েছেন।
শুধু তাই নয়, আইসিসির সর্বকালের ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষ ব্যাটসম্যানও বাবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে শতক তুলে নেন বাবর। তার শতকে দুই ম্যাচেই রান তাড়া করে জেতে পাকিস্তান। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সিরিজ শেষ করেন বাবর। এরপর একমাত্র টি–টোয়েন্টি ম্যাচেও দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন, যদিও দলকে জেতাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই দরুণ করেছেন বাবর। ১৯৬ রানের অসাধারণ একটি ইনিংসসহ মোট ৩৯০ রান করেন। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ২৭৬ রান করার পথেও দুটি শতক ছিল। এর মধ্য দিয়ে আইসিসি সর্বকালের ওয়ানডে র্যাঙ্কিংয়ে টেন্ডুলকারকে পেছনে ফেলে ১৫তম স্থানে উঠে এলেন বাবর। তার রেটিং পয়েন্ট ৮৯১।আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও শতকের রেকর্ডধারী টেন্ডুলকার ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তম। ওয়ানডে ক্রিকেটে রান ও শতকসংখ্যায়ও টেন্ডুলকারের ওপরে কেউ নেই।
সর্বকালের সেরার এই ওডিআই র্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট পাওয়া ব্যাটসম্যান আছেন ১২ জন। কাঁটায় কাঁটায় ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস।
এ সময়ের ব্যাটসম্যানদের মধ্যে ৯ শতাধিক বেশি রেটিং পয়েন্ট আছে শুধু ভারতের বিরাট কোহলির। ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন তালিকার ছয় নম্বরে।