লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গ্যাসপ্রোম। ইউরোপের প্রতিবেশী এ দেশটির বিপক্ষে গ্যাস কেনার শর্ত ভাঙার অভিযোগ করেছে রুশ কোম্পানিটি। তবে লাটভিয়া কী ধরনের শর্ত লঙ্ঘন করেছে তার বিস্তারিত জানায়নি রুশ কর্তৃপক্ষ।
একদিন আগেই লাটভিয়ান এনার্জি ফার্ম লাটভিজাস গেজ জানিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তবে গ্যাজপ্রমের সঙ্গে লেনদেনের সময় রুবেলের পরিবর্তে ইউরোতে মূল্য পরিশোধের ঘোষণা দিয়েছিল তারা।
প্রাকৃতিক গ্যাসের জন্য প্রতিবেশী দেশ রাশিয়ার ওপর অনেকটাই নির্ভরশীল লাটভিয়া। ২৬ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে।
এর আগে ইউরোপে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম পাইপলানে গত ২৭ জুলঅই, বুধবার আরও ২০ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়েছে রাশিয়া। বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছিল প্রতিষ্ঠানটি। নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে ইউরোপের অন্যন্য দেশেও যায় রাশিয়ার গ্যাস। ।এর আগে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোর জন্য রুবলে গ্যাস কেনার শর্ত আরোপ করে রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।
গত বৃহস্পতিবার লাটভিয়া জানিয়েছিল, তারা রাশিয়া থেকে গ্যাস কিনলেও রুবল নয় ইউরোতেই মূল্য পরিশোধ করছে। আর আগামী বছর নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনাও করছে লাটভিয়া।
গ্যাসপ্রমের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল ইউরোপের অন্যন্য দেশগুলো। তারা জানিয়েছিল, রাশিয়া আবারো গ্যাস দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছে।
সূত্র: বিবিসি ও রয়টার্স
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার