রেকর্ড পরিমানে কমেছে রুপি ও ইয়েনের দাম

আন্তর্জাতিক সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে এবার মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপি ও জাপানের ইয়েনের মূল্য আরো কমেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা কিছু কঠোর পদক্ষেপ নেয়ার পর রুপি ও ইয়েনের দাম কমেছে।

১৩ জুন, সোমবার এক ডলারে ১৩৫ দশমিক ১৯ ইয়েন পাওয়া যাচ্ছিল। আর ডলার প্রতি টাকার দাম ছিল ৭৮ দশমিক ২৮২৫। যার ফলে বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে, প্রতিটি দেশের অর্থনীতিতে এর বিশাল প্রভাব পড়েছে।

কেন ইয়েনের এই অবস্থা?
গত কয়েক মাস ধরে বেশ কিছু দেশের মুদ্রার দাম কমেছে। কারণ, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর আমেরিকায় মুদ্রাস্ফীতি প্রবল আকার নিয়েছে। মুদ্রাস্ফীতি কম করার জন্য বেশ কিছু কড়া ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। তার প্রভাব পড়ছে অন্য দেশের মুদ্রার উপর।

তবে ব্যাংক অফ জাপান তাদের চিরাচরিত রীতি মেনে মনিটরি ইসিং প্রোগ্রামের উপরই ভরসা রেখেছে। তারা মনে করছে, এর ফলে আর্থিক বৃদ্ধির হার ধরে রাখা সম্ভব হবে।জাপানের অর্থনীতিবিদ তাকাহিদে কিনৌছি বলেছেন, ইয়েনের দাম কমে যাওয়ায় জাপান ও আমেরিকার মধ্যে দীর্ঘমেয়াদী সুদের হারে ফারাক পড়বে।

ভারতের অবস্থা
ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক ইতোমধ্যে ‘রেপো রেট’ ৫০ বেসিক পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে সুদের হার বাড়বে। কিন্তু ঋণ পরিশোধের ক্ষেত্রে বেশি টাকা দিতে হবে।

কিন্তু ভারতেও মুদ্রাস্ফীতি বাড়ছে, জিনিপত্রের দাম লাফিয়ে বেড়েছে। এপ্রিলে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল সাত দশমিক ৭৯ শতাংশ, যা আট বছরের মধ্যে সবচেয়ে বেশি। সরকার চিনি রফতানি বন্ধ করে দিয়েছে। পেট্রোল-ডিজেলের দাম অনেকখানি বাড়িয়ে তারপর কিছুটা কমানো হয়েছে।

ইউরোও কমছে
গত কয়েক সপ্তাহ ধরে ইউরো, সুইস ফ্রাঁ ও পাউন্ডের দামও কমছে। এক ইউরো মানে এখন এক দশমিক শূন্য পাঁচ ডলার। এক পাউন্ডে পাওয়া যাবে এক দশমিক ২২ ডলার।

কালো সোমবার বা ব্ল্যাক মান ডে
সোমবার এশিয়ার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম পড়েছে। হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া সর্বত্র এই অবস্থা।

সিনিয়ার মার্কেট অ্যানালিস্ট জেফরি হ্যালি বলেছেন, এদিন এশিয়ার ক্ষেত্রে প্রকৃত অর্থেই কালো সোমবার ছিল।

সূত্র : ডয়চে ভেলে

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *