ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছে বামজোট মনোনীত প্যানেলেরে এক প্রার্থী । রিট দায়েরকারী সেই বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ।
আজ রবিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”
এস এম ফরহাদ বলেন, “বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।”
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।”
পোস্টের শেষে তিনি তার ব্যালট নম্বর ৪ স্মরণও করিয়ে দেন।