রাজধানীতে ফান্ড রাইজিং কনসার্ট 'টু গাজা ফ্রম ঢাকা'

রাজধানীতে ফান্ড রাইজিং কনসার্ট ‘টু গাজা ফ্রম ঢাকা’

আন্তর্জাতিক ফিচার বিনোদন মধ্যপ্রাচ্য সময় সংবাদ
শেয়ার করুন

ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে ‘টু গাজা ফ্রম ঢাকা’ (To Gaza From Dhaka) শিরোনামে ফান্ড রাইজিং কনসার্ট। আগামী ২৪ নভেম্বর, শুক্রবার এই কনসার্টটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনেস্ট জেনোসাইড’ (Artists against Genocide)। দুপুর আড়াইটায় গেট ওপেন হয়ে কনসার্ট শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।

আয়োজক সূত্রে জানা যায়, ০১ আগস্ট ১৯৭১, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয়েছিলো “কনসার্ট ফর বাংলাদেশ”। সে সময়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এর পাশে থাকা আর কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করা ছিলো এর মূল কারন, সেদিন সেই কনসার্টে ছিলো ৪০ হাজার মানুষ। কনসার্ট থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪১৮ মার্কিন ডলার আয় করা অর্থ ইউনিসেফের মাধ্যমে পাঠানো হয়েছিলো বাংলাদেশে।

এখন ফিলিস্তিন এর এই দুঃসময়ে জর্জ হ্যারিসন আর রবিশঙ্কর এর মতো আমাদেরও উচিৎ তাদের পাশে দাঁড়ানো, যে যেভাবে পারি তাদের সহযোগিতা করা। এই লক্ষ্যেই আহমেদ হাসান সানি, মোর্শেদ মিশু ও আর্টিস্ট অ্যাগেইনেস্ট জেনোসাইড এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে কনসার্ট ফর প্যালেস্টাইন ‘To Gaza From Dhaka’।

কনসার্টে অংশগ্রহণকারী কেউই কোন সম্মানী নিচ্ছেন না। তাই কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ রেড ক্রিসেন্ট এবং প্যালেস্টাইন চিলড্রেনস ফান্ডের মাধ্যমে পাঠানো হবে অসহায় ফিলিস্তিনি মানুষদের জন্য। টিকেট মূল্য ৫০০, ১০০০, ১৫০০ টাকা এবং যে যতটা ডোনেশন দিতে ইচ্ছুক দিতে পারবেন।

To Gaza From Dhaka
Fund Rising Concert ‘To Gaza From Dhaka

 

কনসার্টে অংশগ্রহণকারীরা হচ্ছেন- মাকসুদ ও ঢাকা, সিন্দুক, নেমেসিস, ইন্দালো, এভোয়েড রাফা, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, বাংলা ফাইভ, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভুমি, দ্যা মুন ফ্লাওয়ার প্রজেক্ট, শাফায়াত (জালালী সেট), ব্ল্যাক জাং, ডি রকস্টার শুভ, মাশা ইসলাম, আছির আরমান, মুইজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য, আহমেদ হাসান সানি, প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। আয়োজকদের সিদ্ধান্তের ভিত্তিতে পারফর্মার তালিকা পরিবর্তন হতে পারে।

কনসার্টে যেতে পারেন বা না পারেন, ফিলিস্তিনি মানুষদের পাশে থাকার জন্য হলেও একটি টিকেট কাটতে পারেন, কিছু ডোনেশন দিতে পারেন।

টিকেট প্রাপ্তি ও ইভেন্ট লিংকঃ https://getsetrock.com/buy-ticket/to-gaza-from-dhaka-lwr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *