অনুবাদ : মাসুম খলিলী
এক. রমজানের জন্য আপনার হৃদয়কে নরম করুন। প্রতিদিন সর্বশক্তিমান সঙ্গে আপনার লিঙ্ক নবায়ন করুন। আপনাকে শক্তিশালী করার জন্য তার কাছে প্রার্থনা করতে থাকুন। আমলে সমৃদ্ধ একটি বরকতময় মাসের জন্য চাইতে থাকুন। আন্তরিকভাবে অনুতপ্ত হতে শুরু করুন। ভালোর জন্য পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ হোন। পুরানো অভ্যাস পরিত্যাগ করুন।
দুই. আপনি যখন সর্বশক্তিমানের নিকটবর্তী হতে চান, তখন আপনি আঘাত এবং পরচর্চার লক্ষ্যে পরিণত হতে পারেন। তারা অভ্যস্ত নয় বলে আপনি নিজের এমন একটি সংস্করণ হওয়ার জন্য কখনই ক্ষমা চাইবেন না। লোকেরা যদি আপনার নতুন অবস্থাকে গ্রহণ করতে না পারে তবে এটি আপনার নয় বরং তাদের জন্য সমস্যা।
পূনশ্চঃ
এক. সর্বশক্তিমানকে ডাকতে থাকুন। শুধু নিজের জন্য নয়, পরিবার ও প্রিয়জনদের প্রতি ক্ষমা ও করুণার জন্য তাঁর কাছে চান। এই ধরনের সব কাজ ইবাদতের একটি অংশ এবং এসব চাওয়া মূল্যবান পুরস্কার নিয়ে আসে। এটা কি কেবলই সুন্দর একটি বিষয় নয়? শুধু চাওয়ার জন্যই আপনি পুরস্কৃত হচ্ছেন। তাঁকে আন্তরিকভাবে ডাকুন। তিনি সাড়া দেবেন।
দুই. যারা আপনার অবস্থার মধ্য দিয়ে যায়নি তাদের আপনার জীবন কীভাবে বাঁচাতে হবে তা বলতে দেবেন না আপনাকে। আপনার যাত্রা আপনার একার, শুধুমাত্র আপনি জানেন এবং যিনি আপনাকে তৈরি করেছেন তিনি জানেন। তাঁর কাছ থেকে আপনার শক্তি সন্ধান করুন। লোকেরা যা চায় তা বলতে দিন। আপনার অন্তর্দৃষ্টিতে আস্থা রাখুন। বিশ্বাস করুন মহামহিমকে।
তিন. আপনি যখন সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন, তখন দৃঢতার সাথে চান। আপনি আন্তরিকভাবে যা প্রার্থনা করেন তাতে বিশ্বাস করুন। আপনার চাওয়াকে সর্বোত্তম উপায়ে পুনরাবৃত্তি করুন, আপনার পক্ষ থেকে কোনও অধৈর্য দেখাবেন না। তিনি যা দেন, যখনই দেন, তিনিই আপনার জন্য সর্বোত্তম দানকারী। তিনি সেরা পরিকল্পনাকারী এবং সেরা সময় কোনটি তিনি তা জানেন!
চার. আপনি যে নির্দিষ্ট একটি ক্লিপ দেখেছেন তার উপর ভিত্তি করে কোনও ব্যক্তির বিচার করবেন না। এটা অন্যায্য। এটি নকলও হতে পারে, এটি ইচ্ছাকৃতভাবে ডক্ট্রিন করা অথবা প্রসঙ্গের সম্পূর্ণ বাইরে থেকেও নেওয়া হতে পারে। মূল বিষয়ে মনোযোগী হন। এই জাতীয় মতামত দ্বারা আমরা নিজের এবং অন্যের যে ক্ষতি করছি তা আমাদের এবং তার পরের পৃথিবীতে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।
পাঁচ. আপনি যাদের প্রতি অন্যায় করেছেন তাদের সাথে শান্তি বজায় রাখুন। ক্ষোভ পুষে রাখবেন না। এই জীবনটি খুবই ছোট। আপনি কখনই জানেন না কখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনাকে। সুতরাং সুযোগটি যখন হাতে আছে তখন সেটাকে কাজে লাগাতে দ্বিধা করবেন না। আগামীকাল এটি করার জন্য আপনার কাছে সময় আছে- এমন ভাবনা দিয়ে শয়তান আপনাকে সময় ক্ষেপন করাতে চাইবে। না, সেটি নয়, আজই করুন!
দ্রষ্টব্যঃ
তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব (সূরা মুমিন:৬০)
তোমরা নিজের প্রতিপালককে ডাক, কাকুতি-মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। তাঁকে (আল্লাহ) ডাকো ভয় ও আশা নিয়ে। (সূরা আরাফ:৫৫ ও ৫৬)
হে রাসূল! যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন- আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি’ (সূরা বাকারা:১৮৬)
রাসূল (সা.) বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। (তিরমিজি:২১৩৯)
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন। (তিরমিজি:৩২৯৫)
রাসূল (সা.) বলেছেন, সবচেয়ে হতভাগ্য মানুষ হল সে- যে দোয়া করতে অলসতা করে। (তাবারানি:৬০)
রাসূল (সা.) বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে’ (তিরমিজি: ৩৩৮২)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
