যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গুলি করে হত্যা

আমেরিকা এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ওহাইওর কলম্বাসে গুলিবিদ্ধ হন ওই ভারতীয় ছাত্র। ২৪ বছর বয়সী সাইশ ভিরা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর মাত্র কয়েকদিনের মধ্যেই তার মাস্টার্স ডিগ্রী শেষ করার কথা ছিল। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে কাজ করার সময় ডাকাতরা গ্যাস স্টেশনে হামলা চালায়। তখনই তারা সাইশকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সাইশের।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেছে। সাইশের রুমমেট ভেঙ্কট নেরুসু জানান, সাইশ ক্রিকেট ভালোবাসতেন। পড়াশোনা শেষ করে আইটি সেক্টরে কাজ করার স্বপ্ন দেখতেন তিনি।

এবিসি সিক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন সাইশ। নিহতের আরেক রুমমেট ও ক্রিকেট সতীর্থ পুনীত রাগুপাধি জানান, রাতে গ্যাস স্টেশনে কাজ করার বিষয়ে তিনি সাইশকে সতর্ক করেছিলেন।

এরপর সাইশ এই চাকরি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাইশ গ্যাস স্টেশনের মালিককেও জানিয়েছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে ছেড়ে দিবেন। এরই মধ্যে ভুক্তভোগীর বন্ধুরা ‘গোফান্ডমি’তে একটি তহবিল সংগ্রহকারী অ্যাকাউন্ট খুলেছে। সংগৃহীত অর্থ দিয়ে মরদেহ ভারতে পাঠানো হবে।

সাইশের বাবা নেই। তারা জানান, আরও টাকা জমা দিলে তা তার মাকে সাপোর্ট হিসেবে দেওয়া হবে। সাইশের বন্ধু পুনীত বলেন, ‘আমি তার পরিবারকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা এবং তার বন্ধুরা যথাসাধ্য চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *