মোল্লা ওমরের কবরের ঠিকানা প্রকাশ

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

আফগানিস্তানের বর্তমান শাসক‌দল তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের কবরের ঠিকানা রোববার (৬ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। তার মৃত্যু ৯ বছর আগে হলেও আজ পর্যন্ত কবরের ঠিকানা গোপন রাখা হয়েছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে আফগানিস্তানের ক্ষমতা হারায় তালেবান। ২০১৫ সালে তালেবানের পক্ষ থেকে জানানো হয়, দুই বছর আগে তাদের প্রতিষ্ঠাতার মৃত্যু হয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ভোরের দিকে জ্যেষ্ঠ নেতারা জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোর কাছে অবস্থিত মোল্লা ওমরের কবর জিয়ারতের জন্য যান।

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালে আগস্টে আবারও ক্ষমতায় আসে তালেবান। দলটির ভাষ্যমতে, তারা আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

মোল্লা ওমরের কবরের গোপনীয়তা বিষয়ে তালেবানের মুখপাত্র জানান, যেহেতু চারপাশে প্রচুর শত্রু ছিল এবং দেশটি দখল করা হয়েছিল, তাই ক্ষতি এড়াতে কবরের ঠিকানাটি গোপন রাখা হয়েছিল।

তালেবানের কর্মকর্তারা কবরের একটি ছবিও প্রকাশ করেছেন। সেখানে সবুজ রংয়ের ধাতব খাঁচা দিয়ে ঘেরা সাদা রংয়ের কবরটি দেখা যায়। জবিউল্লাহ মুজাহিদ জানান, তার কবর পরিদর্শনে এখন আর কোনো সমস্যা নেই। মানুষজন এখন থেকে তার কবর জিয়ারত করতে পারবেন।

১৯৯৩ সালে তালেবান বাহিনী প্রতিষ্ঠা করেন মোল্লা ওমর। ৫৫ বছর বয়সে তিনি মারা যান। তার নেতৃত্বে তালেবান আফগানিস্তানে ইসলামিক শাসন প্রবর্তন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *