মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১০টায় তাঁদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। কোনো আগাম নোটিশ না দিয়েই আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে মেয়র আরিফ অভিযোগ করেন।

মেয়র আরিফুল হক বলেন, ‘আমি টানা দুই দফায় মেয়র নির্বাচিত হয়েছি। প্রথম দফায় সরকার দুজন ‘‘গ্যানম্যান’’ আমার নিরাপত্তায় নিয়োগ দিলেও পরের দফা দেয়নি। অথচ নিয়ম অনুযায়ী আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। দেশের অন্য মেয়রেরা এই সুবিধা পেলেও আমি বঞ্চিত হচ্ছি। এ জন্যই সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নীতিমালা মেনে নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে সিটি কর্তৃপক্ষ আনসার সদস্যদের নিয়োগ দেয়।’

আরিফুল হক বলেন, ‘নিয়োগের পর থেকে এই পাঁচজন আনসার সদস্য আমার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আগাম কোনো নোটিশ না দিয়ে, কোনো কারণ জানানো ছাড়াই আজ (মঙ্গলবার) রাতে আমার নিরাপত্তার দায়িত্ব থেকে তাঁদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন আমার যদি নিরাপত্তা–সংক্রান্ত সংকট তৈরি হয় তাহলে এর জন্য অতিউৎসাহী সরকারি কর্মকর্তা ও সরকারই দায়ী থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *