মির্জা ফখরুল আটক, বিএনপি নেতাদের বাসায় বাসায় তল্লাশি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ডিবি পুলিশ। সকালে গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর আবার এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলা কালে কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, আনসার, সাংবাদিক সহ সহস্রাধিক মানুষ।

মহাসমাবেশে সংঘর্ষের পর রোববার রাত থেকে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারে বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। ভোর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় অভিযান চালানো হয়। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

বিএনপি’র স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় ভোর ৫টার সময় অভিযান চালায় পুলিশ। তিনিও বাসায় না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছেলের লালমাটিয়ার বাসায় সকালে তল্লাশি চালায় ডিবি পুলিশ। আলালকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালায় তারা। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় ডিবি পুলিশ। বনানীর বাসায় ১৪/১৫ জন ডিবি পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের শান্তিনগরের বাসভবন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসভবন এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে গোয়েন্দা বিভাগের অভিযান চালানো হয়। বেলা ১১টায় গুলশান ১-এর ২৮ নং রোডের ১২২ নং বাড়িতে ঢুকে প্রতিটি রুমে তল্লাশি চালায় তারা। এসময় ইঞ্জিনিয়ার ইশরাককে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন এবং গাড়ির ড্রাইভার রাজিবকে নিয়ে যায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *