মানব পাচার সন্দেহে ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজ ফ্রান্সে আটক

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ফ্রান্স ৩০৩ জন ভারতীয় যাত্রী নিয়ে নিকারাগুয়া যাওয়ার একটি চার্টার ফ্লাইটকে গ্রাউন্ডেড করেছে এবং ভ্রমণের শর্ত ও উদ্দেশ্য নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।

ফরাসি মিডিয়ার বরাত দিয়ে রয়টার ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার সন্দেহে শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে রাখে ফ্রান্স। সংগঠিত অপরাধ বিশেষজ্ঞদের একটি ইউনিট মানব পাচারের বিষয়ে তদন্ত করছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের (এয়ারবাস এ৩৪০) উড়োজাহাজটির গন্তব্য ছিল নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। এতে কিছু যাত্রী ‘মানব পাচারের শিকার হচ্ছেন’ অজ্ঞাত সূত্রে এমন খবর পেয়ে ফরাসি কর্তৃপক্ষে এটি আটক করে।

বার্তা সংস্থা এএফপি জানায়, কর্মকর্তারা সন্দেহ করছেন যাত্রীদের কেন্দ্রীয় আমেরিকায় অবৈধভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। কানাডা বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা ছিল ওই চক্রের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো পরিস্থিতির তারাও তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *