মস্কো চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জিতেছে যুবরাজ শামীমের ‘আদিম’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘আদিম’ জিতে নিয়েছে দুটি পুরস্কার। সিনেমাটি পরিচালনা করেছেন যুবরাজ শামীম। ‘আদিম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে গত ৩০ আগস্ট উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। সিনেমাটি দেখে সাধারণ দর্শকসহ উৎসবের বিচারকরাও প্রশংসা করেছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে হেঁটেছেন রেড কার্পেটেও।

উৎসবের শেষ দিন ২ সেপ্টেম্বর, শুক্রবার নির্মাতা যুবরাজ শামীমের হাতে ‘সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড’ (বিশেষ জুরি পুরস্কার) তুলে দেন মস্কো চলচ্চিত্র উৎসবের পরিচালক।

এই বিষয়ে নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘আদিম’ ছবিটি দেখে সাধারণ দর্শক থেকে শুরু করে উৎসব বিচারকরাও প্রশংসা করেছেন। এই দৃশ্যে আমি বার বার আপ্লুত হয়েছি। প্রিমিয়ারের পর দিনই আমার দেশে চলে আসার কথা ছিলো। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমাকে শেষ দিন পর্যন্ত থাকতে বলেন। তখনই কিছুটা আঁচ পেয়েছিলাম! এমন একটি আন্তর্জাতিক উৎসবে আমার নির্মিত ছবিটি মূল প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাওয়ার চেয়ে বড় পুরস্কার আর নেই। তবু উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে এখানে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। তরুণ নির্মাতা হয়েও যে সম্মান পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

৩ সেপ্টেম্বর, শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে ‘আদিম’-এর অর্জিত পুরস্কার সম্পর্কে সকলকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক যুবরাজ শামীম।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমরা ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আদিম’-এর জন্য ‘সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড’ (বিশেষ জুরি পুরস্কার) জিতেছি এবং এর আগে আমি ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ জিতেছি। তাই মস্কোতে দুটি পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘আদিম’।”

এই পুরস্কার বাবাকে উৎসর্গ করার বিষয়ে জানান, ‘আসলে ফেস্টিভাল জার্নির পুরো বিষয়টাই আমার কাছে এখন পর্যন্ত কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে আমি হয়তো কোন ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়ার নামে উৎসর্গ করছি৷’

উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় দেখানোর আগে ২৯ আগস্ট এক সংবাদ সম্মলনে হাজির হতে হয় নির্মাতাকে। সেখানে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন তরুণ এই নির্মাতা।

‘আদিম’ নির্মাণের গল্পটি বেশ চমকপ্রদ ও বাস্তবতার নিরিখে বেশ কঠিন ছিলো। কারণ, টঙ্গীর একটি বস্তিতে হয়েছে পুরো ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও সেই বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। শামীম সিনেমাটি নির্মাণ করতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে টানা সাত মাস স্থায়ীভাবে বসবাস করেন। বস্তিজীবন নিয়ে গল্প ফুটিয়ে তুলতে ছবির প্রয়োজনেই বস্তির বাসিন্দাদের দিয়ে অভিনয় করিয়েছেন। তাই সেখানে থেকেই তিনি স্থায়ী বাসিন্দাদের এক মাস রিহার্সেল করিয়ে সিনেমাটিতে তাদের দিয়ে অভিনয় করান।

সিনেমা নির্মাণের পুরো টাকাটাই সাধারণ দর্শকদের মাধ্যমে সংগ্রহ করা হয়। ২০১৭ সালে ৫ হাজার টাকা করে মোট ১২০টি শেয়ার বিক্রি করে গণ অর্থায়নে নির্মাণ শুরু হয় ‘আদিম’। গণঅর্থায়নে এবং নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত। সিনেমার নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান। ছবির সহ প্রযোজক হিসেবে যুক্ত আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে ‘আদিম’ ছাড়াও ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’ এর জন্য সিনে ক্লাব অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ইরানি নির্মাতা বেহরোজ শোয়েইবি। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পেগা আনগারানি। ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রোমানিয়ার ছবি ‘দ্য ভয়েস ক্রাইং ইন দ্য ওয়াল্ডারনেস’ এবং অডিয়েন্স অ্যাওয়ারর্ড জিতে নিয়েছে সার্বিয়ার ছবি ‘দ্য বিহেডিং অব সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’।

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল ‘আদিম’। তবে শেষ পর্যন্ত ছবিটি মনোনয়ন পায়নি।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *