ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ : মজিবুর রহমান মঞ্জু

প্রবাসী বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলাকে ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ বলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। তিনি অভিযোগ করেন যে, বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক পরিকল্পিতভাবে ব্যারিস্টার ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার অপচেষ্টা করা হয়েছে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা নয়, এটি ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। যে সকল বিএনপি নামধারী সন্ত্রাসীরা হামলার সাথে জড়িত ইতিমধ্যে তারা চিহ্নিত। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এবি পার্টি কোনো ধরণের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানের পর দেশবাসী হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না। তিনি বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অবঃ দিদারুল আলম, লে. কর্ণেল অবঃ হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, আমিনুল ইসলাম এফসিএ, নাসরীন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ,সহকারী শ্রম বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানা ও সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু।

উল্লেখ্য, বরিশালে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক, জনপ্রিয় টিভি আলোচক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হেনস্তার শিকার হয়েছেন। আজ রোববার দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সেখানে বিএনপি ও ছাত্রদলের লোকজন তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। বিএনপি নেতা রাজন সিকদার, বাবুগঞ্জের নেতা ফেরদৌসের নেতৃত্বে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা করা হয় বলে উপস্থিত লোকজন সাংবাদিকদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *