ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের অসহায় জনতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নিপীড়নের প্রতিবাদে স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার হঠাৎ হামলা চালায়। ইসরায়েলের সব প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলে তারা। এরপর প্রশ্ন ওঠে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অবেশেষে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলি সেনাপ্রধান।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার প্রকাশ্য বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। হামাসের অনুপ্রবেশ এবং বিধ্বংসী হামলার জন্য তিনি ব্যর্থতার দায় স্বীকার করেছেন।

দক্ষিণ ইসরায়েল থেকে সংবাদ সম্মেলনে হালেভি বলেন, ‘আইডিএফ দেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত। শনিবার সকালে গাজা উপত্যকার আশেপাশের এলাকায় আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমরা শিখব, আমরা তদন্ত করব, তবে এখন যুদ্ধ করার সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *