বিসিএর সাথে মতবিনিময়ে প্রবাসীদের দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের (বিসিএ) সাথে মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি প্রবাসীদের দুর্দশা লাঘবের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যে কাজ করছে, তখনকার প্রবাসী নেতৃবৃন্দ সে কাজ নিজেরা করেছেন।

বিসিএ প্রেসিডেন্ট ওলী খান এমবিই’র সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর সঞ্চালনায় লন্ডনের হ্যারো রোডের নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শফিকুর রহমান চৌধুরী প্রবীন ক্যাটারার্সদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমাদের চেয়ে তাদের দেশপ্রেম অনেক বেশী ছিল। তারা আমাদের জন্য বহু কাজ করে গেছেন। সত্যিকারের ওয়েলফেয়ার করেছেন তারা।

প্রবাসীদের বিভিন্ন দাবি ও অধিকার বিষয়ে ব্রিটেন ও বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বের করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর কাছে বিসিএ নেতাদের উত্থাপিত বিষয়ের জবাব দিতে গিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, অভিবাসন নিয়ে জটিলতার বিষয়ে ব্রিটেনের পার্লামেন্টারি কমিটির সাথে আমি বসেছি। সেখানে রোশনারা আলী এমপি, ক্যারণ বিলমারিয়া এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের বব ব্লাকম্যান এমপি প্রমুখের সাথে কথা বলেছি। প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবিসমূহ আমার পক্ষ থেকে তুলে ধরেছি। এখন আপনারা বিসিএর’র পক্ষ থেকে লিখিতভাবে তাদের জানাবেন। আমাকে আবেদনের কপি দিলে এই সুত্র ধরে আমি আবারো কথা বলবো।

বিসিএ নেতৃবৃন্দ বাংলাদেশ বিমানের সেচ্ছাচারিতা, কর্তব্যে অবহেলা ও দুর্নীতির মর্মস্পর্শী বিভিন্ন ঘটনা তুলে ধরেন। তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি বাংলাদেশ বিমানের অপেশাদারী আচরণে ব্রিটিশ-বাংলাদেশী নাগরিক সুয়াইবুর রহমানের মৃত্যু প্রমাণ করে, সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গাফিলতি দিন দিন চরমে পৌঁছেছে।

মতবিনিময় সভায় বিসিএ নেতারা ব্রিটেনে বাংলাদেশী সবজি ও মৌসুমী ফসলের প্রচুর চাহিদার তথ্য তুলে ধরে বলেন, বর্তমান বাজারে বাংলাদেশী ভেজিটেবল এন্ড ফ্রুটস একটি বড় ব্যবসায়িক জায়গা করে নিতে পারে। কিন্তু দূ:খজনক হলেও সত্য যে, দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়িরা দীর্ঘ সূত্রিতার কবলে পড়ে এই আমদানি ব্যবসায় যুক্ত হতে পারছেন না। এমনকি যারা ব্যবসা করছেন তারাও নানা রকম জটিলতার কারণে ব্রিটেনের বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন না । এবিষয়েও বিসিএ নেতৃবৃন্দ প্রবাসী প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বলা হয়- বিসিএ সিলেটে একটি ক্যাটারিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে। এটি বাস্তবায়ন হলে দেশে-বিদেশে কারী শিল্পের বিভিন্ন শাখার জন্য দক্ষ শ্রমশক্তি তৈরী করা সম্ভব হবে। ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ড্রাস্টিও অনেক বেশী উপকৃত হবে।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বিসিএর উপস্থাপিত দাবী-দাওয়া শুনে বলেন, ব্রিটেন প্রবাসীদের অবদান বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। মহান স্বাধীনতা সংগ্রামে কুটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা, মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ, বাংলাদেশে বিনিয়োগ, চ্যারিটি প্রতিষ্ঠান সমূহের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, সর্বোপরি ব্রিটেন–বাংলাদেশের মানুষের ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন দু’দেশের সম্পর্ককে সুগভীর করেছে।

শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের দাবী-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে অবহিতকরণের পর তাঁকে জানালে তিনি তদারকি করে ফলাফল সম্পর্কে লিখিতভাবে সমাধান জানাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংসদেও দাবী আদায়ে সোচ্চার থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সিলেটে বিসিএ কর্তৃক ক্যাটারিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা-সহ যে কোন বিনিয়োগের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

বিসিএ প্রেসিডেন্ট ওলী খান এমবিই বলেন, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি প্রবাসীদের নানাবিধ সমস্যা নিরসন এবং দাবি আদায়ের জন্য যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রবাসীদের সমস্যাগুলো তার জানা। আমাদের বিশ্বাস জাতীয় সংসদে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে তিনি আমাদের অভিবাবক হয়ে কাজ করবেন। ওলী খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিসিএ প্রবাসীদের কল্যাণে সরকারের সাথে সক্রিয়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিসিএ সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী বলেন, আমরা মনে করি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্য প্রবাসীদের দাবী-দাওয়া আদায়ে অন্য যে কোন সময়ের চেয়ে অধিক কার্যকরি ভূমিকা রাখবেন। তিনি দীর্ঘ রাজনৈকিত ও সাংগঠনিক দক্ষতায় যুক্তরাজ্য ও বাংলাদেশে অনেক যুগান্তকারী ভূমিকা রেখেছেন। আশারাখি তার নেতৃত্বে প্রবাসীরা অচিরেই বাংলাদেশে একটি ব্যবসা বান্ধব পরিবেশ ও সহযোগিতা পাবেন ।

মতবিনিময় সভায় অতিথি ছিলেন ব্র্যান্ট কাউন্সিলের সাবেক মেয়র ও বিসিএ’র সাবেক সেক্রেটারী কাউন্সিলর পারভেজ আহমদ, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ।

সভায় আরো বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনীম ওবিই, সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, চিফ ট্রেজারার টিপু রহমান, ওরগানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী নাজ ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসান ও আব্দুল করিম নাজিম, ডেপুটি সেক্রেটারী নাসির উদ্দিন, এনইসি মেম্বার এম কে জামান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ।

বক্তারা যুক্তরাজ্যের প্রবীন রাজনীতিবিদ ও সংগঠক শফিকুর রহমান চৌধুরী এমপিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে অতীতে যুক্তরাজ্য প্রবাসীরা তাদের নায্য দাবী আদায়ে আন্দোলনে সফল হয়েছেন। প্রবাসীদের সমস্যা সম্পর্কে তিনি অবগত। আমাদের বিশ্বাস অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সমস্যার সমাধান করবেন।

অনুষ্ঠানে প্রবাসী প্রতিমন্ত্রীকে বিসিএস’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসিডেন্ট ও সেক্রেটারির সাথে অতিথির হাতে সম্মানান ক্রেস্ট তুলে দেন মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট শামসুল ইসলাম শাহীন ও সেলু মিয়া। সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান আব্দুস সুফান, আনসার মিয়া ও জিলাল মিয়া। এছাড়া বিসিএর পক্ষ থেকে বিভিন্ন দাবী–দাওয়া ও বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ‘সৃজনতরঙ্গ সাঈদ চৌধুরী সংখ্যা’ আনুষ্ঠানিক ভাবে গ্রহন করেন বিসিএ নেতৃবৃন্দ। একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত আমার (সাঈদ চৌধুরীর) ১০টি গ্রন্থের মূল্যায়ন সম্বলিত ৮৬৪ পৃষ্ঠার ব্যতিক্রমী এই প্রকাশনায় লিখেছেন সাহিত্যিক-সাংবাদিকসহ ৬২জন বিশিষ্ট ব্যক্তিত্ব। মূল্যায়ন ছাড়াও আছে নিবেদিত কবিতা ও ছড়া এবং বিশেষ সাক্ষাৎকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *