বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি লোগো পরিবর্তনে ব্যাপক প্রতিক্রিয়া

ক্যাম্পাস সাম্প্রতিক
শেয়ার করুন

রুহুল আমিন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। গত সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার কার্যালয়ের সামনে সব শিক্ষক কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে এই লোগো উন্মোচন করেন।

পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে নতুন লোগো সর্ম্পকিত ভাবনা নিয়ে তিনি বলেন, বাউবিকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে।

জানা গেছে, আগের লোগোটি ছিল ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’। এখন এটিকে বাদ দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম রেখেছে কর্তৃপক্ষ। এ নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের তুমুল সমালোচনা করছে।

এ বিষয়ে লেখক, গবেষক ও সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ নামে একজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে কী কী পরিবর্তন এসেছে বলতে পারলে আপনি জিনিয়াস!

কালাম আজাদ নামে একজন ফেসবুকে লিখেছেন, কোন যুক্তিতে এবং কার স্বার্থে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করে কোরআনের আয়াত বাদ দেওয়া হলো? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, কেন এই পরিবর্তন? কার স্বার্থে পরিবর্তন? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে মুছে গেল পবিত্র কোরআনের আয়াত ‘রাব্বি জিদনি ইলমা’ (হে প্রভু, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও)। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হাবিবুর রহমান নামে একজন লিখেছেন, যারা এটা করেছে তাদের কাছে প্রভুর জ্ঞান এবং প্রয়োজন কোনোটাই নাই। ইনশাআল্লাহ সময় হলে প্রভু তাদের বুঝিয়ে দিবেন।

দেলোয়ার হোসেন নামে একজন লিখেছেন, আল্লাহর নাম থাকলে ইহুদি দালালদের চুলকায়, এজন্য তারা এটা মুছে দিয়েছে। সময় হলে আল্লাহ তার বিচার করবেন, সব তিনি দেখেছেন। এ নাস্তিকদেরও একদিন বিচার হবে।

সালেহ আহমেদ নামে একজন লিখেছেন, আল্লাহর নামের দোয়াটা বাদ দেওয়া হয়েছে। এই লোগোর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

শেখ জাহাঙ্গীর আলম নামে একজন লিখেছেন, হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই লেখাটি পরিবর্তন না করলেও পারত।

সোহরাব আমিন নামে একজন লিখেছেন, এখন বিশ্ববিদ্যালয়ের সবাই জ্ঞানী, যার কারণে আল্লাহর কাছে জ্ঞান চাওয়ার তাদের প্রয়োজন নেই। আগে তাদের জ্ঞান ছিল না বিধায় তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আল্লাহর দরকার নেই। তবে ঠিক সময়ে আল্লাহ তাদের বিচার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *